বাড়িতেই পুড়ে মৃত্যু যুবকের |
নিজস্ব সংবাদদাতা • তারাপীঠ |
নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দির সংলগ্ন পাণ্ডা পাড়া এলাকায়। মৃতের নাম সুভাষচন্দ্র প্রামাণিক (৩৬)। এই অগ্নিকাণ্ডে যুবকটির বসতবাড়ির উপরের অংশ, খড়ের ছাউনি ও কাঠের কড়ি-বড়গা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই যুবক মানসিক ভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার জেরেই তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে ওই ভগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। বিবাহিত ওই যুবকের মা দাক্ষায়নীদেবী বলেন, “ছেলে তেমন কোনও কাজ করত না। দু’ বছর আগে বৌমা তার ছেলে-মেয়েদের নিয়ে দুর্গাপুরে বাপের বাড়ি চলে যায়। তারপর থেকে আমি কোনও রকমে পরের বাড়িতে রান্না করে, চেয়ে-চিন্তে দিন কাটাই।” |
|
চলছে আগুন নেভানো। ছবি: সব্যসাচী ইসলাম। |
ঘটনার সময় তিনি পড়শী আত্মীয়ের বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন। খবর পেয়ে ফিরে এসে দেখেন বাড়িতে আগুন লেগেছে। দমকলকর্মীরা পরে বাড়ির দোতলার একটি ঘর থেকে সুভাষবাবুর পোড়া মৃতদেহটি উদ্ধার করেছে। এ দিকে আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ। তারাপীঠে এখনও কেন কোনও দমকলকেন্দ্র গড়ে উঠল না এই নিয়ে তাঁদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাঁদের ক্ষোভ, ‘‘তারাপীঠের মত একটি আন্তর্জাতিক তীর্থস্থানে কেনও কোনও দমকলকেন্দ্র থাকবে না? রামপুরহাট থেকে দমকলকর্মীদের আসতে সময় লেগে যায়। অথচ যেকোনও সময় তারাপীঠে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ নিয়ে প্রশাসনকে এগিয়ে আসতে হবে।” |
|