বাস বিকল, দুর্ভোগ মাধ্যমিক পরীক্ষার্থীদের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বাস বিকল, পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়ায় বিক্ষোভ বর্ধমানের পরিবহণ দফতরে। নিজস্ব চিত্র |
গ্রামের রাস্তায় চলত একটিমাত্র বাস। কিন্তু গত কয়েক দিন ধরে সেই বাসটিও খারাপ হয়ে পড়ে রয়েছে গ্রামেই। সমস্যায় পড়েছে গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীরা। অবিলম্বে একটি নতুন বাস দেওয়ার দাবিতে বুধবার আঞ্চলিক পরিবহণ অধিকর্তার কাছে স্মারকলিপি দিলেন বর্ধমান-১ ব্লকের চন্দ্রহাটি গ্রামের বাসিন্দারা। পরিবহণ অধিকর্তা অনির্বাণ কোলে বলেন, “ওই গ্রামে যাতায়াতের জন্য নতুন বাস দেওয়ার চেষ্টা করা হবে।”
গ্রামবাসী দিলীপ রায়, সোমনাথ চট্টোপাধ্যায়দের অভিযোগ, জরাজীর্ণ একটি মাত্র বাস বর্ধমান শহর থেকে গ্রাম পর্যন্ত চলত। অন্য বাস না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ওই বাসে চড়েই যাতায়াত করতেন বাসিন্দারা। এর আগেও পরিবহণ আধিকারিকের সঙ্গে দফায় দফায় দেখা করেছেন তাঁরা। তাতেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।
গ্রামবাসী সুজিত সাঁই, ভাগ্যধর দাসের অভিযোগ, বাস মেরামতির উদ্যোগ করেননি বাস মালিকও। তিনি বলে দিয়েছেন, বাসের অবস্থা এতটাই খারাপ যে সেটিকে মেরামত করা সম্ভব নয়। গ্রামাবাসীদের আবেদন পেয়ে গত ২২ ফেব্রুয়ারি রায়ান পঞ্চায়েতের প্রধান সুভাষ চট্টোপাধ্যায় লিখিতভাবে পরিবহণ দফতরকে জানান, গ্রামের মানুষ ও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিবহণ দফতর যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার দু’দিন পেরিয়ে গেলেও দফতর কোনও ব্যবস্থা না নেওয়ায় বুধবার প্রায় কয়েকশো গ্রামবাসী আঞ্চলিক পরিবহণ দফতরে গিয়ে বিক্ষোভ দেখান। |
সময়ের আগেই বন্ধ স্কুল, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
বন্ধের দিন সময়ের আগেই স্কুল বন্ধ করে চলে যাওয়ার অভিযোগে পূর্বস্থলী ২ ব্লকের শ্যামবাটি প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় সমস্যা আরও বাড়ে। পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। তাঁদের অভিযোগ, স্কুল যাওয়ার কিছুক্ষণ পরেই শিক্ষকেরা স্কুল বন্ধ করে চলে যান। ফলে সমস্যায় পড়ে পড়ুয়ারা। বুধবার প্রধান শিক্ষক দিলীপকুমার দে-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গতকাল অল্প সংখ্যক পড়ুয়া উপস্থিত থাকায় আমরা স্কুল ছুটি দিয়ে দিই। আজ অসুস্থতার কারণে স্কুলে যেতে পারিনি।” পূর্বস্থলীর অবর বিদ্যালয় পরিদর্শক সুমিত বিশ্বাস জানান, ঘটনাস্থলে এক জন শিক্ষাবন্ধুকে পাঠানো হয়েছে। তিনি রিপোর্ট দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। |
অস্ত্র-সহ ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
অস্ত্র-সহ তিন যুবককে বুধবার গ্রেফতার করল পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতদের বুধবার কালনা আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, ধৃতদের নাম ফিরু মল্লিক, আব্দুল মণ্ডল, সাজোদ্দি শেখ। বাড়ি পূর্বস্থলীর বাবুইডাঙা গ্রামে। ধৃতদের থেকে মিলেছে একটি ছ’ঘরা গুলিভর্তি রিভলভার ও দু’টি ভোজালি। পুলিশের অনুমান, ওই যুবকেরা বুধবার ভোরে মেড়তলা-ফলেয়া স্টেশনে ডাকাতির উদ্দেশে জড়ো হচ্ছিল। |