শিলিগুড়ির ১০০ জন মহিলা ক্যানসার রোগীর চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে উত্তরবঙ্গ অঙ্কোলজি সেন্টারের সাংবাদিক বৈঠকে তা জানান বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি জানান, রাজ্য স্বাস্থ্য দফতর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ এবং পুরসভা যৌথ ভাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে মহিলাদের ক্যানসার নিয়ে সমীক্ষা শুরু করা হবে। পুরসভার ৪৭টি ওয়ার্ডে বস্তি এলাকায় গিয়ে প্রায় ৫০০০ মহিলা স্বাস্থ্য কর্মী সমীক্ষার করবেন। জরায়ু মুখ ক্যানসার ও স্তনের ক্যানসার বিষয়ে জোর দেওয়া হবে। সেখান থেকে ১০০ রোগীর দায়িত্ব নেওয়া হবে। তিনি বলেন, “কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের সাহায্য নিয়ে সমীক্ষা হবে। সমীক্ষার পর ১০০ জন মহিলা ক্যনাসার রোগীর চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।” তিনি জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি রাঙাপানি অঙ্কোলজি সেন্টারে ‘বিজয় দিবস’ পালন করবে। সেন্টারের যে সমস্ত রোগীরা ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন তাঁদের হাজির করানো হবে। তাঁরা নিজেদের কথা বলবেন। রুদ্রবাবু বলেন, “উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বেসরকারি বিভিন্ন সংস্থার ক্যানসারের বিরুদ্ধে এগিয়ে আসা উচিত। রাঙাপানি অঙ্কোলজি সেন্টার ভাল কাজ করছে।” এদিনের বৈঠকে অঙ্কোলজি সেন্টারের চিকিৎসক শান্তনু কর, সৌমিত্র সাহা, পঙ্কজ চৌধুরী, আনন্দব্রত ঘোষ, নীতিশকুমার দাস, প্রদীপ সরকার ছিলেন। তাঁরা বলেন, “একটা ধারণা আছে ক্যানসার ঠিক হয় না। এটা ঠিক নয়। প্রথম বা দ্বিতীয় ধাপে ধরা পড়লে ক্যানসার সম্পূর্ণ ভাবে নির্মূল সম্ভব। সচেতনতার অভাবে রোগীরা শেষমুহূর্তে আসেন। অনেকে চিকিৎসা করিয়ে সুস্থ আছেন। সচেতনতা বাড়াতে বিজয় দিবসে তাঁদের হাজির করানো হবে।” |