চিকিৎসককে বদলি করার প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয় বিএমওএইচকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে নাইয়ার হাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, দিন কয়েক আগে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জয়দেব রায়ের বদলির নির্দেশ আসে। এ খবর জানাজানি হতেই এলাকায় জনপ্রিয় ওই চিকিৎসককে বদলি না করার জন্য এ দিন বিএমওএইচকে ঘেরাও করেন গ্রামবাসীরা। রাত পর্যন্ত ঘেরাও ওঠেনি। পুলিশ ও বিডিও ঘটনাস্থলে গিয়েছেন। সিএমওএইচ শিখা অধিকারী বলেন, “নিয়ম মেনে বদলির নির্দেশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমার কিছু করণীয় নেই।”
|
সরকারি নার্সিং স্কুল খুলতে চলেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালের ভিতরেই প্রায় দশ কাঠা জমির উপরে এই স্কুলটি তৈরি হবে। বুধবার রাজ্যের সহ-স্বাস্থ্য অধিকর্তা (নার্সিং) রত্না রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঘাটালে আসে। দেড় বছরের এএনএম কোর্সে প্রাথমিক ভাবে ৬০ জন ছাত্রী পড়ার সুযোগ পাবেন। গত বছরই রাজ্য সরকার ঘাটালে নার্সিং স্কুল তৈরির অনুমোদন দেয়। ঘাটাল মহকুমা হাসপাতালে নার্সদের আবাসনের সামনে স্কুলের জন্য যে জায়গা চিহ্নিত করা হয়েছে, এ দিন তা প্রতিনিধিদলকে ঘুরিয়ে দেখান হাসপাতালের সুপার অনুরাধা দেব। উপস্থিত সরকারি বাস্তুকারদের দ্রুত পরিকল্পনা তৈরি করে স্বাস্থ্য ভবনে জমা দেওয়ার কথা বলেন প্রতিনিধিরা। রত্নাদেবী জানান, “ভবন নির্মাণের কাজ শেষ হলেই দ্রুত পঠন-পাঠন চালু হয়ে যাবে।”
|
ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে অভিযুক্ত সেখানকার আরও পাঁচ কর্তা প্রথম শ্রেণির বন্দির সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাঁদের ওই সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বুধবার নির্দেশ দিয়েছে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। ৮ ডিসেম্বর গভীর রাতে আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটে। সেখানকার তিন কর্তা এখনও ফেরার। কয়েক দিন আগেই আদালতের নির্দেশে আমরি হাসপাতালের ছ’জন ডিরেক্টরকে জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হয়েছে। তার পরে একই মর্যাদা চেয়ে আদালতে আবেদন জানান ওই হাসপাতালের অন্য পাঁচ কর্তা। আমরি-কর্তাদের আইনজীবী সেলিম রহমান এ দিন জানান, ওই হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক প্রণব দাশগুপ্ত-সহ সেখানকার পাঁচ কর্তা এ বার থেকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পাবেন। তাঁদের মধ্যে আছেন পৃথা বন্দ্যোপাধ্যায়, সাজিদ হোসেন, সঞ্জীব পাল। এখন তাঁরা আছেন আলিপুর সেন্ট্রাল জেলে। প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার আর্জি জানিয়ে প্রণববাবু ৬ ফেব্রুয়ারি এবং অন্যেরা ৮ ফেব্রুয়ারি আদালতে আবেদন জানিয়েছিলেন। তার পরেই ওই অভিযুক্তেরা অতীতে কোনও ধরনের অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিলেন কি না, তা জানতে তদন্তকারী অফিসারের কাছে রিপোর্ট তলব করেছিল আলিপুর আদালত।
|
নতুন কালার ডপলার ও আল্ট্রাসোনোগ্রাফি মেশিন চালু হল হলদিয়া মহকুমা হাসপাতালে। সাংসদ তহবিল থেকে এর জন্য অর্থ-বরাদ্দ করেছিলেন শুভেন্দু অধিকারী। সাংসদই বুধবার বিকেলে মেশিন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দাস, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ মণ্ডল, হাসপাতালের সুপার হারাধন বর্মন প্রমুখ। কাপাসহেড়্যায় একটি ট্রমা কেয়ার সেন্টার চালুর ব্যাপারে হলদিয়া উন্নয়ন পর্ষদ পরিকল্পনা করছে বলেও এ দিন জানান পর্ষদ চেয়ারম্যান শুভেন্দু। |