পঞ্চায়েত অফিসের নথিপত্র নষ্ট করার অভিযোগ উঠল সিপিএমের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই মর্মে বুধবার কেন্দা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুঞ্চা পঞ্চায়েত সমিতির অন্তর্গত পিড়রা পঞ্চায়েতে বুধবার বৈঠক ছিল। পঞ্চায়েত প্রধান তৃণমূলের মঞ্জুবালা সিংপাতরের দাবি, “এ দিন বৈঠক চলাকালীন সিপিএমের কুড়ুকতোপা এক নম্বর সংসদের সদস্য ইন্দ্র নারায়ণ বাউরি বচসায় জড়ান। এর পরেই তিনি টেবিলের ওপর রাখা কাগজপত্র টেনে ছিঁড়ে দেন। অনেক জরুরি কাগজপত্র ছিল। বিডিও-র পরামর্শে কেন্দা থানায় ইন্দ্রবাবুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি।” চেষ্টা করেও ইন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সিপিএমের পিড়রা লোকাল কমিটির সম্পাদক বাউরিদাস মাহাতো বলেন, “ওখানে বৈঠক চলাকালিন ইন্দ্রবাবুকে দিয়ে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। কী লেখা হবে তা জানতে চেয়ে সই করা কাগজটা টেনে নিতে গিয়ে ছিঁড়ে যায়। নথিপত্র নষ্ট করার অভিযোগ ঠিক নয়।” পুঞ্চার বিডিও সুপ্রতিক সিংহ বলেনষ “ওই পঞ্চায়েতের প্রধান আমার কাছে এসেছিলেন। তাঁকে থানায় অভিযোগ জানাতে বলেছি।”
|
শিক্ষকদের হাজিরা নিয়ে অসন্তোষ মানবাজারে |
স্কুলে শিক্ষকদের হাজিরা কম দেখে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য শিক্ষা দফতরের প্রতিনিধিরা। বুধবার মানবাজারের মহড়া হাইস্কুলের ঘটনা। রাজ্য শিক্ষা দফতরের পরামর্শদাতা কমিটির ভাইস চেয়ারম্যান মধুসূদন দত্তের নেতৃত্বে ওই প্রতিনিধি দল মহড়া হাইস্কুল ছাড়াও পুরুলিয়া জেলার আরও কয়েকটি স্কুল পরিদর্শন করেন। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় বলেন, “ওই স্কুলে শিক্ষকদের অনিয়মিত হাজিরার অভিযোগ ছিল। জানতে পেরেছি, এ দিন শিক্ষকদের উপস্থিতির হার অত্যন্ত কম ছিল। তা দেখে শিক্ষা দফতরের প্রতিনিধি দল অসন্তোষ প্রকাশ করেছেন।” ঘটনাচক্রে এ দিন ওই স্কুলে ছিলেন না স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মাহাতোও। তিনি বলেন, “মঙ্গলবার থেকে আমি দু’দিনের ছুটিতে রয়েছি। শুনেছি পরিদর্শক দল ওখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে কী হয়েছে জানি না।” তাঁর দাবি, “আমাদের স্কুলে ১৬ জন শিক্ষক রয়েছেন। তাঁর হাজিরা নিয়ে কোনও অভিযোগ নেই।” প্রতিনিধি দল জেলার আরও কয়েকটি স্কুল পরিদর্শন করেন। তবে, ওই স্কুলগুলি নিয়ে তেমন অভিযোগ ওঠেনি বলে জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) জানিয়েছেন।
|
ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক |
তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরূদ্ধে। কিরীটী মাহাতো নামে বাঘমুণ্ডি থানা এলাকার একটি বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরূদ্ধে বুধবার থানায় অভিযোগ হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে হস্টেল রয়েছে। মানবাজারের জিতুজুড়ি গ্রামের বাসিন্দা কিরীটী মাহাতো ওই হস্টেলের সুপার। অভিযোগ, শনিবার ওই ছাত্রীকে হস্টেলে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তিনি। ছাত্রীটি প্রথমে ঘটনাটি কাউকে না জানালেও পরে সহপাঠীদের জানায়। সহপাঠীরাই ঘটনার কথা তার বাবা-মাকে জানায়। অন্য দিকে, ঘটনার কথা জানাজানি হতেই এলাকার বাসিন্দারা স্কুলে বিক্ষোভ দেখান। অবশ্য সোমবার থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে ওই শিক্ষক আগেও কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানি করেছে।
|
বাড়ির লোকদের মারধর করে লুঠের ঘটনা ঘটেছে রঘুনাথপুরের ২ নম্বর ওয়ার্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী অম্বুজ মাজির বাড়িতে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করে নগদ টাকা, গয়না নিয়ে পালায় অভিযোগ। অম্বুজবাবু জানান, রাতে জানলা ভাঙ্গার শব্দে উঠতেই দুষ্কৃতীরা বাইরে থেকে বন্দুক দেখিয়ে দরজা খোলার জন্য বলে। দরজা না আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। ভয়ে তিনি দরজা খুলে দেন। তাঁর অভিযোগ, “মুখ ঢাকা চার দুষ্কৃতীর মধ্যে এক জন বাইরে দাঁড়িয়েছিল। বাকিরা ভিতরে ঢুকে স্ত্রী,পুত্রবধূ এবং আমাকে মারধর করে। ওদের কথা মত আলমারির চাবি দিয়ে দিই।”
|
আত্মঘাতী চাষিদের পরিবারকে ও প্রান্তিক চাষিদের ক্ষতিপূরণের দাবিতে বুধবার বাঁকুড়া জেলার রামসাগর, ওন্দা, ছাতনা, শুশুনিয়া, পোয়াবাগান প্রভৃতি এলাকায় বিজেপি কিছুক্ষণ পথ অবরোধ করে। অবরোধে আটকে পড়ে বাসিন্দারা নাজেহাল হন। |