নিজস্ব সংবাদদাতা • পাড়ুই |
রাজ্য মাদ্রাসা ক্রীড়া সংস্থা আয়োজিত চতুর্থবর্ষ আন্তঃজেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস মিটে ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রূপা পেল পাড়ুই থানার ভোলাকুড়িয়া আহমেদিয়া হাইমাদ্রাসার দুই ছাত্র-ছাত্রী। ১৬-১৯ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গণে ওই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় শটপাট ও জ্যাভেলিন থ্রো-তে প্রথম হয়ে দু’টি স্বর্ণপদক জেতে নবম শ্রেণির সিরাজুল ইসলাম। অন্য দিকে, দশম শ্রেণির সাকিয়া খাতুন ১৫০০ মিটার দৌড়ে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক লাভ করে।
দু’জনেরই অভাবের সংসার। ভোলাগড়িয়ার বাসিন্দা সিরাজুলের বাবা হাবিবুর রহমান পেশায় কাঠমিস্ত্রি। সামান্য আয়ে ভাল ভাবে সংসারটা চলে না। খেলার জন্য উপযুক্ত প্রশিক্ষণ অসম্ভব। একই অবস্থা সাকিয়াদেরও। দিনমজুর বাবা শেখ রেজাউল মেয়ের লেখাপড়ার খরচ জোগাতেই হিমশিম খান। স্বভাবতই ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ। |
|
|
সিরাজুল ইসলাম।
|
সাকিয়া খাতুন। |
|
স্কুলের ক্রীড়া শিক্ষক নবকুমার মণ্ডল বলেন, “উপযুক্ত প্রশিক্ষণ পেলে দু’জনে আরও এগিয়ে যেতে পারবে। স্কুলের তরফে যতটুকু করা সম্ভব তা আমরা করে যাব।” ওই দুই কৃতীর প্রতিক্রিয়া, “স্কুল এবং শিক্ষকদের মুখরক্ষা করতে পেরে ভাল লাগছে। আরও ভাল ফল করে সকলকে খুশি করতে চাই।”
অন্য দিকে, এই প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৯ বছর বালক বিভাগের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে দক্ষিণ চব্বিশ পরগণাকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বীরভূম। বীরভূম দলের ১২ জন প্রতিযোগীর মধ্যে ১১ জনই পাড়ুই থানার ভোলাগড়িয়া আহমেদিয়া হাইমাদ্রাসার এবং একজন রামপুরহাট হাইমাদ্রাসার হয়ে প্রতিনিধিত্ব করে। |