আসন্ন আইপিএল ফাইভে সহারা পুণে ওয়ারিয়র্স শেষ পর্যন্ত প্রথম এগারোয় পাঁচ বিদেশি খেলাতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হল।
সহারার সঙ্গে দ্বন্দ্বে সমাধানসূত্র বেরোনোর সময় ভারতীয় বোর্ড জানিয়েছিল, বাকি সব ফ্রাঞ্চাইজি মেনে নিলে তবেই সহারা প্রথম এগারোয় পাঁচ বিদেশি খেলাতে পারবে।
বুধবার আইপিএল গভর্নিং কাউন্সিলের সভার পরে চেয়ারম্যান রাজীব শুক্ল ফের স্পষ্ট বলেছেন, “পাঁচ বিদেশি খেলানোর প্রশ্নে সহারাকে বাকি ফ্র্যাঞ্চাইজিদের অনুমতি নিতে হবে।”
শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স আপত্তি না করতে পারে, কিন্তু অম্বানীদের মুম্বই ইন্ডিয়ান্স প্রথম এগারোয় পাঁচ বিদেশি খেলানোর প্রশ্নে আপত্তি করবে বলে খবর। শেষ পর্যন্ত পাঁচ বিদেশি খেলানো নিয়ে যে সমস্যা হবেই, তা মেনে নিচ্ছেন সহারা পুণে ওয়ারিয়র্সের কর্তারাও। সে ক্ষেত্রে চার বিদেশি নিয়েই খেলবে পুণে ওয়ারিয়র্স। দল গড়ার জন্য আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকছে পুণের। দল গড়া এবং নবনির্মিত স্টেডিয়াম ঘুরে দেখার জন্য সহারা কর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ইতিমধ্যেই কলকাতা থেকে পুণে উড়ে গিয়েছেন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা দীপ দাশগুপ্ত। আজ বৃহস্পতিবার পুণে যাচ্ছেন টিমের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভ অবশ্য রাতেই ফিরবেন এবং শুক্রবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলবেনও। এ দিন সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে পুরোদমে প্র্যাক্টিসও করেছেন বাংলা অধিনায়ক। সুইচহিট তো বটেই, এমনকী ‘দিলস্কুপ’ মারতে দেখা থেকে পরিষ্কার, শুরু হয়ে গিয়েছে আইপিএলের প্রস্তুতি। এ দিকে দিল্লি ডেয়ারডেভিলস আইপিএল ফাইভ-এর সহ অধিনায়ক হিসেবে বেছে নিল মাহেলা জয়বর্ধনেকে। |