ভারত ২-০ এগিয়ে থাকলেও একটা সময় ২-২ করে দিয়েছিল কানাডা। শেষ পর্যন্ত ৩-২ গোলে ভারত জিতল।
আগের ম্যাচগুলোতে গোলের বন্যা দেখা গেলেও বুধবার ভারত কিন্তু একেবারে ভাল খেলতে পারেনি। কানাডার ডিফেন্স ভাঙতে পারেনি বেশি বার। একটা সময় বল পজেশনেও এগিয়েছিল কানাডা। ভারত পেনাল্টি কর্নার নষ্ট করে তিনটি। শেষ পর্যন্ত অবশ্য সন্দীপ সিংহের দাপটেই ৩-২ হয়। ভারতের প্রথম গোলটি করেছিলেন শিবেন্দ্র সিংহ। শেষ দুটি গোল সন্দীপের।
ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। এখন কার সঙ্গে খেলা হয়, দেখার। প্রাক্তনরা সবাই মনে করছেন, লন্ডন অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পাবে ভারত। কিন্তু কানাডার সঙ্গে প্রায় আটকে যাওয়ার পরে প্রশ্ন উঠছে আবার। |
সন্দীপ: জোড়া গোল। ছবি: পিটিআই |
ছেলেরা জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে আজ ২-৪ হারল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার গতির সঙ্গে এ দিন তাল রাখতে গিয়ে হিমশিম খান তাঁরা। এ দিকে, সামনের বছর থেকে প্রি অলিম্পিক টুর্নামেন্ট তুলে দিচ্ছে আন্তর্জাতিক হকি সংস্থা। তার জায়গায় শুরু হতে চলেছে একটি নতুন টুর্নামেন্ট, এফআইএইচ ওয়ার্ল্ড লিগ। লিগে খেলবে বিশ্বের সব হকি খেলা দেশ। |