উমার মন পড়ে ‘নিজ নিকেতনেই’
অনেকক্ষণ ঘোরার পর লোভ সামলাতে না পেরে বলেই ফেললাম, “আপনি যখন ফের দলে এলেন, অনেকেই ভেবে ছিলেন আবার কোনও অঘটন ঘটাবেন! ফের আপনার কোনও বিদ্রোহ দেখবে গোটা দেশ...” প্রশ্ন শেষ হওয়ার আগেই আকাশের দিকে আঙুল তুলে বললেন, “ভগবানে বিশ্বাস করেন? সব ভগবানের কৃপা। কথায় কথায় আমার রাগ হত বটে। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি ঠিক করেছি, সব সময় মনের কথাই শুনব। মনের কথাই বলব। কিন্তু আর বাইরে নয়। যা বলার দলে বলব। তবে সত্যি কথা বলতে কী, আমি ভেবে দেখেছি, ব্যক্তিগত জীবনে তো সবই পেয়েছি। কোনও আক্ষেপ নেই। দুঃখ নেই..,” এক নাগাড়ে বলে চললেন উমা।
তবুও যে পাশের রাজ্য মধ্যপ্রদেশের হাত ধরেই আপনার যাবতীয় পরিচিতি, সেখানে ফিরে যেতে ইচ্ছা করে না?
চোখের দিকে তাকিয়ে এক গাল হাসি। তার পরেই চমকে দিলেন। চার দিকে ধু-ধু মাঠ। ধুলো উড়িয়ে এগোচ্ছে উমার কনভয়। সামনের জিপে পুলিশ গোটা যাত্রা হ্যান্ডিক্যামে বন্দি রাখছে। হাইপ্রোফাইল প্রার্থীর প্রচার। নির্বাচন কমিশনে রিপোর্ট করতে হবে। উমা গান ধরলেন। জন ডেনভার। কান্ট্রি রোডস।
“কান্ট্রি রোডস, টেক মি হোম
টু দ্য প্লেস আই বিলং
ওয়েস্ট ভার্জিনিয়া, মাউন্টেন মমা
টেক মি হোম, কান্ট্রি রোডস....”

উমা মানেই চমক। কখন কী করবেন, কেউ জানে না। জোর-জবরদস্তি উত্তরপ্রদেশে পাঠিয়েছে দল। মন এখনও মধ্যপ্রদেশে।
মোহন ভাগবত, নিতিন গডকড়ীরা শুনলেন কি?


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.