|
|
|
|
বোমায় জখম বালিকার মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মৃত্যু হল দুর্গাপুরে বোমায় জখম বালিকার। বুধবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় কুমকুম ডোম (৭) নামে ওই বালিকার। এই খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দুর্গাপুরের রাঁচি কলোনি জুড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ রাঁচি কলোনির বাসিন্দা কুমকুম বাড়ির পাশে ফাঁকা মাঠে আবর্জনা ফেলার জায়গায় খেলা করছিল। সেই সময়েই একটি প্লাস্টিক প্যাকেটের মধ্যে থাকা বোমা বিকট শব্দ করে ফেটে যায়। কুমকুমের শরীরের ঊর্ধ্বাংশ রক্তে ভেসে যায়। তাকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ দিন সকালে সেখানেই তার মৃত্যু হয় স্থানীয় শিশুশিক্ষা কেন্দ্রের ওই পড়ুয়ার। |
|
ফাইল চিত্র |
এ দিন সকালে কুমকুমের বাড়িতে গিয়ে দেখা যায়, কান্নাকাটি করছেন তার মা মীনাদেবী ও অন্য পরিজনেরা।
এ দিকে, শহরের মধ্যে এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবারই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ ছিল, এলাকায় নিয়মিত দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। বারবার তা জানানো সত্ত্বেও পুলিশ নীরব। কোনও দুষ্কৃতীই বোমাটি ওই জায়গায় ফেলে গিয়েছে বলে দাবি করেছিলেন তাঁরা। পাশাপাশি, বোমায় বালিকার জখম হওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ আসতে দেরি করে বলেও অভিযোগ উঠেছিল। পুলিশ অবশ্য এ সব মানতে চায়নি। ঘটনার দিনই এলাকায় গিয়ে তল্লাশি চালান বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। বুধবার কুকুর নিয়ে গিয়ে তদন্ত চালায় পুলিশ। তবে কী ভাবে বোমাটি ওই জায়গায় এল, সে ব্যাপারে কিছু জানতে পারেনি পুলিশ। এ দিন সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতারও হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। |
|
|
|
|
|