টুকরো খবর
ঝালে সেরা ত্রিনিদাদের লঙ্কা মোরুগা স্করপিওন
শিরোপা হারাল ভারতের লঙ্কা। বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা হিসেবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল ত্রিনিদাদের মোরুগা স্করপিওন। ২০০৭ থেকে বিশ্বের সব চেয়ে ঝাল লঙ্কার স্থানটি ভারতের দখলেই ছিল। অসম ও নাগাল্যান্ডে উৎপাদিত ‘ভোট জলোকিয়া’ লঙ্কাটি ঝালের পরিমাপ সূচক ‘স্কোভিল হিট’ স্কেলে সবার উপরে ছিল। বর্তমানে তার ঝালের স্বীকৃত মাত্রা ১,০০১,৩০৪ স্কোভিল হিট। কেবল খাবার হিসেবে নয়, নাগা ভোট জলোকিয়া হাতি তাড়াবার গ্রেনেড ও বেড়ায় মাখাবার মশলা হিসেবেও ব্যবহার হয়। কিন্তু বেশ কিছুদিন ধরেই ভোট জলোকিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ত্রিনিদাদের লঙ্কা ‘স্করপিওন’। আলবুকার্কে চিলি পিপার ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা বিশ্বের সবচেয়ে ঝাল ১২৫টি প্রজাতির লঙ্কা চারা রোপন করে ফসল ফলান। শেষ অবধি ফাইনালে ওঠে ভোট জলোকিয়া ও স্করপিওন।
মোরুগা স্করপিওন ভোট জলোকিয়া
দুই প্রজাতির লঙ্কা চারা চাষ করে নানা প্রণালীতে পরীক্ষা ও গুঁড়ো করে যাচাই করার পরে শেষ পর্যন্ত জিতল ‘স্করপিওন’। গল্ফ বলের আকারের ‘স্করপিওন’-এর ঝালের মাত্রা ১,২০০,০০০ স্কোভিল হিটেরও বেশি। রানার্স আপ ভোট জলোকিয়া। চিলি পিপার ইনস্টিটিউটের ঘোষণার পর গিনেস বুক থেকে ভোট জলোকিয়ার নাম হঠিয়ে স্করপিওনের নাম ঢোকানো এখন সময়ের অপেক্ষা। ভোট জলোকিয়ার আগে ঝালে বিশ্বের সেরা ছিল ক্যালিফোর্নিয়ার ‘রেড স্যাভিনা’। যদিও চিলি পিপার ইনস্টিটিউটের ঘোষণার সঙ্গে সঙ্গেই তাদের নিরপেক্ষতা ও পরীক্ষা প্রণালী নিয়েও অসমের লঙ্কা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

পারিবারিক হিংসা অপরাধ: পাক পার্লামেন্ট
দেশের মহিলা ও শিশুদের সুরক্ষা দিতে এ বার সক্রিয় হল পাকিস্তানের পার্লামেন্ট। আজ সেনেটে পাশ হল পারিবারিক হিংসা প্রতিরোধ সংক্রান্ত বিল। বলা হল, মহিলা বা শিশুদের উপরে অত্যাচার করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। মহিলা বা শিশুদের পেটানোর অপরাধে অন্তত ছ’মাসের কারাদণ্ড হবে। জরিমানা এক লক্ষ টাকা। দ্বিতীয় বার ফের ওই অপরাধ করলে শাস্তির মেয়াদ বেড়ে হবে দু’বছর। দু’লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। সেনেটে সদস্য নিলোফার বখতিয়ার পারিবারিক হিংসা সংক্রান্ত বিলটি পার্লামেন্টে পেশ করেছিলেন। পার্লামেন্টের উচ্চ কক্ষে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়েছে। পার্লামেন্টের নিম্ন কক্ষে ২০০৯ সালেই বিলটি পাশ হয়েছিল। এ বার প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সম্মতি মিললেই এটি আইন বলে গণ্য হবে। মহিলা ও শিশুদের দৈহিক অত্যাচার, যৌন নিগ্রহ, মানসিক নির্যাতন, বলপ্রয়োগ, বন্দি করে রাখা এবং আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করলে তা পারিবারিক হিংসার সামিল। আদালতে এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার সাত দিনের মধ্যে শুনানির ব্যবস্থা করার কথা বলা হয়েছে বিলটিতে।

মলদ্বীপে শর্তের জটে আলোচনা
সরকারে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও মলদ্বীপের সঙ্কট কাটাতে আলোচনায় রাজি প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদের দল এমডিপি। তবে বিনা শর্তে নয়। অভ্যুত্থান ঘটিয়ে নাসিদকে সরানোর ছয় চক্রীকে সরকার থেকে সরালে তবেই তারা আলোচনায় বসবে বলে জানিয়েছে। ওই ছ’জনই এখন প্রেসিডেন্ট মহম্মদ ওয়াহিদ হাসানের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ফলে নাসিদদের শর্ত মেনে আলোচনা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে পর্যবেক্ষকদের। এমডিপি এ দিনও দাবি করেছে, ওয়াহিদ অবৈধ ভাবে প্রেসিডেন্টের পদ দখল করেছেন। যদিও এর উল্টো দাবিই করেছেন প্রধান সরকারি আইনজীবী আহমেদ মুইজ্জুর।

মুশারফকে ফেরাতে ইন্টারপোলকে আর্জি
প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার বিচারের জন্য প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য চাইবে পাকিস্তান। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রেহমান মালিক আজ এ কথা জানিয়েছেন। ২০০৭ সালে বিস্ফোরণে নিহত হন বেনজির। তৎকালীন প্রেসিডেন্ট মুশারফের বিরুদ্ধে অভিযোগ তিনি বেনজিরের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেননি। মালিক বলেন, “আদালত আগেই মুশারফকে দোষী সাব্যস্ত করেছে। এ বার সরকার ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফেরাতে চাইছে। আমরা চাই, রেড কর্নার নোটিস জারি করুক ইন্টারোপল।”

পাকিস্তান লাদেনের হদিস জানত, দাবি
নিহত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন যে দীর্ঘ ৫ বছর ধরে অ্যাবটাবাদে লুকিয়ে ছিলেন, তা জানতেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। এমনকী লাদেনের গা ঢাকা দেওয়ার সুবন্দোবস্তও করেন গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রাক্তন প্রধান ইজাজ শাহ। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকোরে এই দাবি করেন প্রাক্তন আইএসআই প্রধান জিয়াউদ্দিন বাট। গত মে মাসে পাকিস্তান সামরিক অ্যাকাডেমির কাছে অ্যাবটাবাদে মার্কিন সেনার হাতে লাদেন নিহত হন। এর পর থেকেই মার্কিন প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয় যে লাদেনের হদিস আগে থেকেই জানতেন পাক কর্তারা। যদিও বাট এক টিভি চ্যানেলে বলেন, ওয়েবসাইটটিতে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.