গোষ্ঠী-সংঘর্ষে জখম
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রায়গঞ্জের সাংসদ দীপা দাশমুন্সির সভার আগে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩ জন জখম হয়েছেন। সোমবার বিকাল নাগাদ ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের হরিরামপুর থানার পাটনে। ঘটনার এক কিমি দূরেই সভা করেন দীপা দেবী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ওই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের যুব কংগ্রেস সভাপতি অসীম রায় সহ ৩ জনকে আটক করেছে। হরিরামপুরের পাটনে যুব কংগ্রেসের ব্যানারে দীপা দাশমুন্সির সভা হয়। এই নিয়ে যুব কংগ্রেস সভাপতি প্রতিবাদ করেন। তা নিয়েই দুই পক্ষের সংঘর্ষ হয়। |
গোষ্ঠীর গোলমাল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সোমবার অঞ্চল সভাপতি নির্বাচন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে উত্তপ্ত কোচবিহারের খাগরাবাড়ি। এদিন তৃণমূলের খাগরাবাড়ি অঞ্চল কমিটির সম্মেলন হয় নাট্য সঙ্ঘের এলাকার একটি হলঘরে। সম্মেলনের শেষ দিকে সভাপতি পদের দাবিদার দুই গোষ্ঠীর মতবিরোধ শুরু হয়। বিষয়টি ভোটাভুটিতে গড়ায়। তাতে বিদায়ী সভাপতি মণীন্দ্রনাথ সরকার ১৮টি ও শরৎচন্দ্র রায় ১৯টি ভোট পান। একটি ভোট বাতিল হয়। এক প্রতিনিধি ব্যালট অন্য একজনকে তাঁর হয়ে ভোট দেওয়ার জন্য দিয়ে যান বলেই সেটি বাতিল করা হয়। |
নৈশপ্রহরীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
স্কুলের ভিতর থেকে নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মালদহের চাঁচলের কান্ডারণ এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুবল সরকার (৪৫)। তাঁর বাড়ি ওই এলাকাতে। তিনি রাতে স্কুলেরই একটি ঘরে ঘুমোতেন। পারিবারিক অশান্তির জেরে ওই ব্যক্তি বিষে আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |
সরব মৌসম
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
চাঁচল থেকেএনবিএসটিসি-র ডিপো তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নূর। সোমবার তিনি বলেন, চাঁচল ডিপো তুলে দেওয়া হচ্ছে। এটা মানতে পারব না। যা অন্দোলন করতে হয় করব।” তিনি জানান, পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে অনুরোধ করবেন, যাতে চাঁচল থেকে ডিপো তোলা না-হয়। অভিযান। বেআইনি পোস্ত গাছ কেটে পুড়িয়ে দেওয়া হল। মালদহের রতুয়ার চাঁদমণি এলাকায় সোমবার আবগারি দফতর ও পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। |
হামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ডেপুটেশন দিতে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিসে হামলা চালানোর অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে। ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দুই কর্মী জখম হন। সোমবার দুপুরের ঘটনা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রামপ্রবেশ মন্ডল বলেন, “একদল যুবক ডেপুটেশন দিতে এসেছিলেন। আমাকে না-পেয়ে ওই যুবকরা অফিসে ভাঙচুর শুরু করলে কর্মীরা বাধা দিতে যান। তখন তারা হামলা চালায়। দুই কর্মী তপন বন্দ্যোপাধ্যায় ও সুকুমার দাস জখম হয়েছেন। থানায় অভিযোগ হয়েছে।” পুলিশ সুপার জয়ন্ত পাল অবশ্য বলেন, “প্রাথমিক শিক্ষা সংসদে একটা গোলমাল হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ জানাননি।” ডিপ্লোমা ইন এডুকেশন পাশ করা যুবকদের প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রাধিকার, চেয়ারম্যানের হাতে ২৫ নম্বর বাতিল ও টেট পরীক্ষা বাতিলের দাবিতে এদিন ৬০-৭০ জন যুবক ডেপুটেশন দিতে গিয়েছিলেন। চেয়াম্যানকে না-পেয়ে ওই যুবকরা ভাঙচুর শুরু করেন। শব্দ পেয়ে কর্মীরা নিচে নামলে যুবকরা তাদের উপর হামলা শুরু করেন। হামলায় দুই কর্মী জখম হন। ধৃত যুবক কার্তিক মন্ডল দাবি করেন, “আমি হামলার সময় ছিলাম না। আমি পরে এসেছিলাম। পুলিশ আমাকে ধরেছে।” |
জট কাটাতে বৈঠকে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
তিস্তা সেচ প্রকল্পের জমি সংক্রান্ত জটিলতা কাটাতে প্রশাসনিক আধিকারিক নিয়ে বৈঠক করলেন ইসলামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আবদুল করিম চৌধুরী। সোমবার ইসলামপুর মহকুমা শাসক দফথরে ওই বৈঠক হয়। জেলার গোয়ালপোখর, চোপড়া, ইসলামপুরের গাইসাল-সহ একাধিক এলাকায় তিস্তা প্রকল্পের জমি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। কোথাও মামলা, কোথাও বেআইনি দখলদারের সমস্যা রয়েছে। মন্ত্রী বলেন, “এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। ক্ষতিপূরণের টাকা না পাওয়ার কারণেও জমির দখল না ছাড়ারও সমস্যা রয়েছে। জমি সংক্রান্ত জট কাটানোর চেষ্টা করা হচ্ছে।” |