কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক গাড়িচালকের। বসিরহাটেক কদমতলার কাছে টাকি রোডে রবিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় (৩২)। তাঁর বাড়ি বসিরহাটেরই সাঁইপালায়। দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে ওই এলাকায় বার বার দুর্ঘটনায় মৃত্যুর জেরে যান নিয়ন্ত্রণ ও ট্রাফিকের দাবিতে সোমবার সকালে দু’দফায় পথ অবরোধ করেন স্থানীয় মানুষ। ফলে অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ গিয়ে সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে গত এক সপ্তাহে ওই এলাকায় চারটি দুর্ঘটনা ঘটল। বাসিন্দাদের অভিযোগ, বার বার দুর্ঘটনা ঘটলেও কোনও ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন। অবিলম্বে সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত লরি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে রাস্তার মোড়ে যান নিয়ন্ত্রণে গ্রিন পুলিশ মোতায়েনেরও দাবি জানানো হয়েছে।
|
এক ব্যক্তির বাড়ি থেকে গয়না, ঘড়ি ও নগদ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে, ব্যারাকপুরের আনন্দপুরীর ই রোডে। পুলিশ জানায়, গৃহকর্তা অনির্বাণ ডান্ডার অভিযোগ, ওই রাতে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে তালা ভেঙে চোরেরা ঢোকে। ব্যারাকপুরের গোয়েন্দা-প্রধান দীপনারায়ণ গোস্বামী বলেন, “তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের ধরতে শিল্পাঞ্চল জুড়ে অভিযান চালানো হচ্ছে।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু দিন ধরে আনন্দপুরী এ রোড, সি রোড-সহ আশপাশের অঞ্চলে বহিরাগতদের আনাগোনা বেড়েছে। এর ফলে বাড়ছে চুরির প্রবণতা। |