মুর্শিদাবাদ জেলা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ জিতল চিত্তরঞ্জন ক্লাব। সোমবার লিগের শেষ ম্যাচে হিন্দ ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে তারা অপরাজিত অবস্থায় লিগ শেষ করল। এই ম্যাচের আগে পর্যন্ত হিন্দ ক্লাবও অপরাজিত ছিল এবং লিগ চ্যাম্পিয়ান দৌড়েও ছিল। এখন হিন্দ ক্লাবের লক্ষ্য লিগে দ্বিতীয় স্থান পাওয়া। বাকি তিনটে ম্যাচ জিতলে তবেই তা সম্ভব। লিগের গুরুত্বপূর্ণ এ দিনের ম্যাচ ঘিরে বহরমপুর স্টেডিয়াম মাঠে ছিল টানটান উত্তেজনা। দু-দলের ক্রিকেট সমর্থকরা যেমন ভিড় করেন, তেমনি ম্যাচ জেতার লক্ষ্যে দু-দলের ক্রিকেটারদের নামের তালিকায় ছিল বহিরাগত ৪ জন করে ৮ জনের নাম। এ দিন চিত্তরঞ্জনের হয়ে মাঠে নামে কলকাতার স্পোর্টিং ইউনিয়নের গীতিময় বসু, শ্যামবাজারের অলোক শর্মা ও কুন্দনকুমার, উয়াড়ি ক্লাবের অভিজিৎ বাসু। অন্য দিকে হিন্দের পক্ষে খেলেন কলকাতার শাহিদ আহমেদ, মহমেডানের অমিত বিশ্বাস, স্পোর্টিং ইউনিয়নের উদ্দীপন মুখোপাধ্যায় ও ইস্টবেঙ্গলের ওমপাল বোকেন। |
টসে জিতে হিন্দ ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নির্দিষ্ট ৪৫ ওভারের অনেক আগেই ১৭৫ রানে ৩৭.৫ ওভারে তারা গুটিয়ে যায়। সব কটি উইকেট খুইয়ে তারা ওই রান তোলে। পরে ব্যাট করতে নেমে চিত্তরঞ্জন ৪৩.৩ ওভারে সাত উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৭৬ রান তুলে নেয়।
হিন্দের পক্ষে সর্বোচ্চ রান ওম পাল বোকেনের। তিনি ৩৩ রান করেন। এছাড়াও উল্লেখযোগ্য রান করেন উদ্দীপন মুখোপাধ্যায় (৩২), অমিত বিশ্বাস (২২) ও তারক দাস (২৮)। তারক দাস তিনটে উইকেটও পান। চিত্তরঞ্জনের বহিরাগত ক্রিকেটার হিসেবে গীতিময় বাসু দলের ও ম্যাচের সর্বোচ্চ ৬৫ রান করেন। এছাড়াও চিত্তরঞ্জনের জয়ের পিছনে কুনাল বাজপেয়ি (২২), সৌম্য গুপ্ত (১৮) ও সোহম ঘোষ (১৩)-এর অবদান রয়েছে। গত বছর সিনিয়র ডিভিশন লিগে চিত্তরঞ্জন তৃতীয় স্থান পায়। লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য সিএবি থেকে স্বস্তিক দত্তচৌধুরী ও বাবুলাল দাস নামে দুজন আম্পায়ারকে নিয়ে আসা হয়। ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন সরোজ দাস। |