রিকি পন্টিংয়ের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে একটা বড় জয় পেল অস্ট্রেলিয়া আর তার পরের দিনই ওয়ান ডে টিম থেকে বাদ পড়ে গেল স্বয়ং পন্টিং। এতগুলো নতুন মুখ অস্ট্রেলিয়া টিমে, শেন ওয়াটসন ফিরে আসছেসব মিলিয়ে আমার মনে হয় পান্টারের পক্ষে ওয়ান ডে টিমে ফেরা কঠিন হবে। অস্ট্রেলিয়া দেশটার যা মুড দেখছিলাম, অনেক দিন ধরেই পন্টিং আর মাইক হাসির মাথার উপর খাঁড়া ঝুলছিল। টেস্ট সিরিজে দু’জনেই ভাল খেলে দিয়েছিল। রবিবার পন্টিং ফেল করল এবং সঙ্গে সঙ্গে ওয়ান ডে টিম থেকে বাদ। মাইক হাসি অবশ্য টিকে গিয়েছে এ বারে মতো। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে-তে পন্টিংয়ের অবদান ভোলা যাবে না। দেশের হয়ে তিনটে বিশ্বকাপ জিতেছিল পন্টিং, তার মধ্যে দু’বার অধিনায়ক হিসেবে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে আমরা যে রিকি পন্টিংয়ের কাছে হেরেছিলাম, এ কথা বললে মোটেই বাড়াবাড়ি হয় না। ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় পন্টিং, কিন্তু টেস্টে তোমাকে আরও কিছুদিন দেখতে চাইব।
ত্রিদেশীয় সিরিজে আসি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্রিসবেনে গুরুত্বপূর্ণ ম্যাচটার আগে ভারত মোটেই ভাল জায়গায় নেই। একটা কারণ তাদের অধিনায়ক এবং এই টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ধোনি এই ম্যাচে নেই। চোটের জন্য সম্ভবত সচিনও নেই। সহবাগ একশো শতাংশ ফিট নয়। তাই যদি হয়, গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অত বড় ব্যবধানে হারার পরে মানসিক ভাবে টিমটা খুব ভাল জায়গায় থাকবে না। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে কোথাও না কোথাও পরিস্থিতি পুরো বদলে ফেলে ভাল কিছু না করলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা কিন্তু ধাক্কা খাবে। ফাইনালে যেতে গেলে এবং ২০০৮-এ জেতা ট্রফিটা নিজেদের কাছে রাখতে গেলে কিন্তু ক্রিকেটের সব ক’টা বিভাগে উন্নতি করতে হবে।
রোটেশন নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু পাঁচটা ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও অনেকে দলে থেকে যাচ্ছে। ওয়ান ডে জিততে গেলে স্মার্ট এবং ধারালো ফিল্ডিং দরকার। কিন্তু শুধু ফিল্ডিং দিয়ে ম্যাচ জেতা যায় না। ব্যাটসম্যানদেরও রান করতে হয়। কিছু কিছু ব্যাটসম্যান প্রতি ম্যাচে একই ভাবে আউট হচ্ছে। ওদের বেঞ্চে বসাতে হবে, যাতে ওরা নিজেদের ভুল শুধরে ফিরতে পারে। এর মধ্যে তাকে খেলানো উচিত যে বাইরে বসে আছে। কে বলতে পারে সে সুযোগটা কাজে লাগিয়ে ব্যর্থ মিডল অর্ডারকে নির্ভরতা দেবে না? এই টুর্নামেন্টে ধোনি, কোহলি আর গম্ভীর ছাড়া কেউ ধারাবাহিক ভাবে রান করছে না। কিন্তু এই ক’জনের উপরেই রোজ নির্ভর করলে যে দিন এরা ব্যর্থ হবে, ভারতকে ভুগতে হবেই। অস্ট্রেলিয়াকে হারানোর পর শ্রীলঙ্কার মনোবল তুঙ্গে। ধোনি, সচিন নেই। ভারতের ভঙ্গুর মিডল অর্ডারের কথা ওরা নিশ্চয়ই মাথায় রাখবে। শ্রীলঙ্কা যে শেষ ম্যাচটা টাই করল, তার পিছনে অনেকটাই ছিল ধোনির কৃতিত্ব। এই ম্যাচটায় ওরা জিততে চাইবেই। মাহেলা ব্যাটিং অর্ডারে উপরে যাচ্ছে, মাহরুফ টিমে এসেছে। ওদের টিমের ব্যালান্স ভাল। গাব্বার উইকেটে মালিঙ্গা সাহায্য পাবে। সঙ্গে থাকবে মাহরুফ, কুলশেখরা, পেরেরা। যথেষ্ট ভাল বোলিং আক্রমণ বলতে হবে। একমাত্র অসুবিধা, ব্রিসবেনে ওরা আগে খেলেনি। |