ডিওয়াইএফের অবস্থান বিক্ষোভে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার আলিপুর সদর অফিসে। ওই কর্মচারী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ করেছে ডিওয়াইএফ। কর্মচারী সংগঠন অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে।
রাজ্য সরকারের নির্দেশিকা মেনে এ দিন ওই জেলার বিভিন্ন দফতরে নিয়োগের জন্য ৯৭ জন অবসরপ্রাপ্ত কর্মীর সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। ওই পুনর্নিয়োগের প্রতিবাদে এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে আলিপুরের মহকুমাশাসকের ঘরে সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন সিপিএমের যুব কর্মীরা। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিক্ষোভ চলে। সেই সময়েই রবি মহান্তি নামে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের এক সদস্য বিক্ষোভকারীদের দিকে চেয়ার ছুড়ে মারেন বলে অভিযোগ।
কর্মচারী সংগঠনের তরফে অনিল বসাক পরে বলেন, “বিক্ষোভকারীরা অবসরপ্রাপ্ত সাক্ষাৎপ্রার্থীদের ধাক্কা দিচ্ছিল। আমাদের কয়েক জন তার প্রতিবাদ করেছে। কাউকে কোনও রকম আক্রমণ করা হয়নি।”
বিক্ষোভকারীদের তরফে কালিদাস প্রামাণিক অবশ্য বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালানো হয়েছে। সুপ্রিয় বর্ধন নামে আমাদের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।” আলিপুর থানায় অভিযোগ দায়ের করার পরে জেলাশাসক নারায়নস্বরূপ নিগমের সঙ্গে দেখা করেন বিক্ষোভকারীরা। জেলাশাসক বলেন, “বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু প্রস্তাব দিয়েছেন ওঁরা। তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।” তবে নির্ধারিত সূচি মেনেই এ দিন অবসরপ্রাপ্তদের সাক্ষাৎকার হয়েছে। |