টুকরো খবর
মায়া সেন প্রয়াত
বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মায়া সেন প্রয়াত হলেন। সোমবার দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৪ বছর। প্রয়াত শিল্পীর সঙ্গীত শিক্ষার শুরু বিশ্বভারতীতে, শৈলজারঞ্জন মজুমদারের তত্ত্বাবধানে। কর্মজীবনে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতবিভাগ থেকে অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন। তাঁর নিজের গানের কয়েকটি অ্যালবাম আছে। তাঁর প্রশিক্ষণে প্রকাশিত হয়েছে বহু শিল্পীর অ্যালবামও। শুধু শিল্পী হিসেবেই নয়, রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক রূপেও তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এখনকার বহু প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাঁর কাছে শিক্ষাগ্রহণ করেছেন।

কলকাতায় জল জমা রুখতে খাল সংস্কার
বর্ষা আসে, কলকাতা ডোবে। মহানগরীর হাবুডুবু দশা এড়াতে বারবার নানা ভাবে চেষ্টা হয়। তবু যে কলকাতা ডুবে যায়, তার জন্য এই শহরের ‘গামলা’র মতো অবস্থানকেই দায়ী করা হয়ে থাকে। এর মধ্যেই আগামী বর্ষায় কলকাতার যাতে ফের বানভাসি অবস্থা না-হয়, সেই জন্য আরও এক দফা চেষ্টা শুরু হয়েছে। শহরের নিকাশি ব্যবস্থা বিভিন্ন খালের উপরে প্রায় পুরোটাই নির্ভরশীল। তাই আগে সেই সব খাল সংস্কার করতে চাইছে রাজ্য। এই নিয়ে সোমবার সল্টলেকে জলসম্পদ ভবনে বৈঠকে বসেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া, নগরোন্নয়ন সচিব দেবাশিস সেন, মানিকতলার বিধায়ক ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে, বিধাননগরের বিধায়ক সুজিত বসুরা। সেখানে পুর দফতর, কলকাতা পুরসভা, কেএমডিএ-র ইঞ্জিনিয়ারেরাও ছিলেন। পরে সেচমন্ত্রী জানান, কলকাতার নিকাশি ব্যবস্থা যে-হেতু খাল-নির্ভর, তাই সব খাল সংস্কারের উদ্দেশ্যেই বৈঠক হয়। খাল সংস্কারের জন্য গঙ্গা রিভার অ্যাকশন প্রকল্প থেকে অর্থসাহায্য পাওয়া যাবে। সেই টাকায় কী কী কাজ করা যাবে, তার প্রাথমিক আলোচনা হয়েছে বৈঠকে। বিষয়গুলি বিবেচনার জন্য একটি কমিটি গড়া হয়েছে। শহরের বিভিন্ন খালের নাব্যতা, জবরদখল, জলস্তর ইত্যাদি নিয়ে এর আগে যে-সব রিপোর্ট তৈরি হয়েছে, নতুন কমিটি দ্রুত সেগুলি বিচার করে দেখবে বলে জানান নগরোন্নয়ন সচিব দেবাশিসবাবু। তার পর সংস্কারের প্রকল্প তৈরি করা হবে। খাল সংস্কারে প্রধান সমস্যা জবরদখল। বিভিন্ন খালের দু’পাশে যে-হারে জমি জবরদখল হয়েছে, তাতে কোথাও কোথাও খালের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। নাব্যতা ফেরাতে সংস্কারের কাজ করার পাশাপাশি দখলদার হটানো কতটা সম্ভব, এ দিনের বৈঠকে সেটিই প্রধান আলোচ্য হয়ে ওঠে। দখলদার হটাতে প্রশাসন কতটা উদ্যোগী হবে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে সেচমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, “জবরদখল হটানোর বিষয়টি মানবিকতার সঙ্গে দেখতে হবে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই এগোব।”

বাসের ধাক্কায় মৃত্যু, ধুন্ধুমার রাজাবাজারে
বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে রাজাবাজার ট্রাম ডিপো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। দফায় দফায় ভাঙচুর এবং পুলিশের লাঠিচালনার জেরে ধুন্ধুমার কাণ্ড চলে দীর্ঘ ক্ষণ। পথ অবরোধের ফলে আচার্য প্রফুল্লচন্দ্র রোডে যান চলাচল থমকে যায়। বেশি রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতির সামাল দেয়। মৃতের নাম জানা যায়নি। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টা নাগাদ ট্রাম সংস্থার একটি বাস বেশ জোরেই রাজাবাজার ডিপোয় ঢুকছিল। ফটকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি এক পথচারীকে ধাক্কা দেয়। তার পরে দ্রুত গতিতে ডিপোয় ঢুকেই চালক পালিয়ে যান। আহতকে হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজনই। কিছু লোক বাসটিকে তাড়া করে ডিপোয় ঢুকে পড়ে। কিন্তু ওই বাসের চালককে পায়নি। সেখানকার কয়েকটি বাস এবং অফিসে ভাঙচুর চালানো হয়। আরও লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ এসে লাঠি চালায়। ছত্রভঙ্গ জনতা বেরিয়ে এসে রাস্তা অবরোধ শুরু করে দেয়। খবর আসে, আহতের মৃত্যু হয়েছে। ফের হামলা শুরু হয়। অন্য একটি বাস ডিপোয় ঢুকছিল। ভাঙচুর হয় সেটিতেও। আবার লাঠি চালায় পুলিশ। কয়েক জন জখম হন। জনতার দাবি, ঘাতক বাসের চালককে তাদের হাতে তুলে দিতে হবে। পুলিশ কয়েক জনকে আটক করে থানায় নিয়ে যায়।

রবীন্দ্রভারতীতে হুমকি, অভিযুক্ত সেই টিএমসিপি
তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র বিরুদ্ধে ফের হুমকি দেওয়ার অভিযোগ জানালেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের এক দল ছাত্রছাত্রী। এই নিয়ে সোমবার তাঁরা বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছেন। অভিযোগকারীদের বক্তব্য, রুটিন নিয়ে আলোচনার জন্য এ দিন বিটি রোডে বিশ্ববিদ্যালয়ের মরকতকুঞ্জ ক্যাম্পাসে গিয়েছিলেন তাঁরা। তখন টিএমসিপি-র এক দল সদস্য তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। হুমকি দেন। এক অভিযোগকারী বলেন, “আমাদের সঙ্গে যে-ভাবে দুর্ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত অশোভন। এর পরে ওই ক্যাম্পাসে আমরা আর নিরাপদ বোধ করছি না।” উপাচার্য চিন্ময় গুহ বলেন, “নাট্য বিভাগের ক্লাস নিয়ে যে-সমস্যা চলছিল, তা মিটে গিয়েছে। কিছু ছেলেমেয়ে গোলমাল পাকানোর চেষ্টা করছে। এটা গুরুত্বহীন ব্যাপার।” টিএমসিপি-র রাজ্য সম্পাদক সুজিত সাম বলেন, “এই ব্যাপারে কিছুই জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”

কলকাতায় আজ ফের সৈফুদ্দিন
পশ্চিমবঙ্গে রাজনীতির পালাবদলের পরে এই প্রথম দলীয় কর্মী-সমর্থকদের মুখোমুখি হচ্ছেন সৈফুদ্দিন চৌধুরী। পিডিএসের ১২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ, মঙ্গলবার কলকাতায় দলের একটি কেন্দ্রীয় সাধারণ সভায় উপস্থিত থাকার কথা তাঁর। দিল্লিতে চিকিৎসাধীন থাকায় দীর্ঘ দিন দলের কর্মসূচিতে অংশ নিতে পারেননি পিডিএসের রাজ্য সভাপতি সৈফুদ্দিন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.