নুসরত, এই সময়ে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত...
• কোনও ব্যাপার নয়। আমি বুঝি। আপনি প্রশ্ন করুন।
আপনার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে...
• যদি জানতাম ও কাউকে ধর্ষণ করেছে, এমন সম্পর্কে জড়াতাম না (কেঁদে ফেলেন)। মুম্বই গিয়েছিলাম। ফিরে এসে শুনলাম কাদেরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
কত দিন চেনেন কাদেরকে?
• প্রায় সাড়ে তিন বছর হতে চলল। ভবানীপুর কলেজে কাদেরের সঙ্গে আমার আলাপ।
শোনা যাচ্ছে, আপনার ফিল্মে আসা কাদের ভাল চোখে দেখেননি...
• একেবারেই মিথ্যে রটনা। আমরা প্রেমিক-প্রেমিকা হতে পারি, কিন্তু নিজেদের সিদ্ধান্তগুলো নিজেরাই নিতাম। রাজদা (পরিচালক রাজ চক্রবর্তী) সাক্ষী, আমি যখন ওঁর অফিসে অডিশন দিতে গিয়েছিলাম, একাই গিয়েছিলাম। আমার কাজে মাথা গলাতে কাদের সঙ্গে ছিল না।
এটাও শোনা যাচ্ছে যে, আপনার সঙ্গে দেখা করতে কাদের বন্দুক নিয়ে সেটে যেত?
• রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করতে পারেন। কাদের কখনও আমার সেটে যায়নি। কখনও নয়! আমরা আর পাঁচটা সাধারণ ‘কাপ্ল’-এর মতোই ছিলাম। পার্টি করতাম, নাচতাম, দু’জনে মিলে প্রচুর মজা করতাম।
ওঁর ব্যবহারে কখনও কোনও অসঙ্গতি দেখেননি?
• আমার সামনে ও অন্য কারও সঙ্গে কথা বলত না। কখনওই বুঝিনি, এমন একটা ঘটনায় জড়িয়ে পড়বে।
ওঁর সঙ্গে কখনও তন্ত্র-তে গিয়েছিলেন?
• কোনও দিনও যাইনি। আমার সব সময়ই মনে হয়েছে, তন্ত্র ইজ আ চিপ প্লেস। কাদেরও জানত আমার তন্ত্র-এ যেতে ভাল লাগে না।
কাদেরের পেশা কী, জানতেন?
• বলেছিল, ওর বাবার ব্যবসার সঙ্গে ও যুক্ত।
আপনাদের বয়সের ফারাক কত?
• ও আমার থেকে চার বছরের বড়।
আপনাদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে?
• আমাদের সম্পর্ক কোনও দিনই লুকোইনি। ও ওর পরিবারকে জানিয়েছিল। আমিও আমার পরিবারকে জানিয়েছিলাম। দুই পরিবার তার পর একসঙ্গে বসে ঠিক
করে যে, দুই কিংবা তিন বছর পর আমরা বিয়ে করব। কিন্তু এনগেজমেন্ট বলতে যা বোঝায়, তা কখনওই হয়নি। বস্তুত, আমার পেশার কথা ভেবে আমি কাদেরকে বলেছিলাম, আগামী পাঁচ-ছ’ বছরের মধ্যে আমরা বিয়ে করব কিনা সন্দেহ আছে।
পুরো ব্যাপারটার আকস্মিকতায় আপনি নিশ্চয়ই স্তম্ভিত?
• ভীষণই স্তম্ভিত। মাঝে মাঝেই ভীষণ কান্না পাচ্ছে। আমার জীবনটা পাল্টে গেল। এটাও বুঝতে পারছি না মিডিয়া কেন বলছে, এর মধ্যে টলিউড জড়িত। আমি ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই কাদের আমার বয়ফ্রেন্ড। আজকের ঘটনাটা যতটা ওর সমস্যা, ততটাই আমার। এটা ব্যক্তিগত ব্যাপার। এতে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কোথা থেকে আসছে? আমি যথেষ্ট বিরক্ত।
এর পর তা হলে কী?
• দেখুন, আমি তো এক জন নারী। নারী হিসেবে আজ বলছি, কাদের যদি এই ঘটনায় জড়িত থাকে, তা হলে ওর কঠিনতম সাজা হওয়া উচিত। আমার প্রেমিক বলে তাকে আমি ক্ষমা করতে পারব না। এক জন নারী হিসেবে আর এক জন নারীর ধর্ষণ মেনে নেব কী করে? এমন কাজ করে থাকলে ওর শাস্তি হওয়া উচিত। |