রামকৃষ্ণ সারদা মঠের কালীমন্দির থেকে চুরি গেল বহুমূল্য গয়না। কালনা ২ ব্লকের কুশোডাঙা গ্রামের ঘটনা। মঠ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশোডাঙা মোড়ের পাকা রাস্তার পাশেই ওই মঠটিতে বহু মানুষের যাতায়াত। সোমবার সকালে মন্দির পরিষ্কার করতে এসেছিলেন মঠের এক সন্ন্যাসিনী। তিনি মন্দিরের দরজার লোহার কড়াটি ভাঙা দেখতে পান। তাঁর দাবি, মন্দির থেকে অন্তত চল্লিশ ভরি রূপোর গয়না-সহ কিছু সোনার গয়না চুরি হয়েছে। সন্ন্যাসিনী দেবী পুরীর বক্তব্য, “রবিবার রাত বারোটায় আমরা ঘুমোতে যাই। সকালে উঠে মন্দিরের তালা ভাঙা দেখা যায়। দেবীর সমস্ত গয়না চুরি হয়ে গিয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, মঠের একশো মিটারের মধ্যেই আগে একটি পুলিশ ক্যাম্প ছিল। এলাকায় এধরণের ঘটনা প্রায়ই ঘটত বলে তাঁরা নিজেরা অর্থ সাহায্য করে ওই ক্যাম্প তৈরি করিয়েছিলেন। কিন্তু বছর দু’য়েক আগে ওই ক্যাম্প থেকে পুলিশ কর্মীদের সরিয়ে নেওয়া হয়। গ্রামের বাসিন্দা কাশীনাথ ধারার দাবি, সকালে কাছকাছি দুই পুলিশ কর্মীকে দেখা গেলেও রাতে তাঁদের দেখতে পাওয়া যায় না। সন্ধ্যা হতেই নিরাপত্তার অভাব বোধ করেন এলাকার মানুষ। তিনি বলেন, “ক্যাম্পটি থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না।”
|
আগুন লেগে নষ্ট হয়ে গেল মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েতের করন্দা সমবায় সমিতির বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র ও সামগ্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ করন্দা সমবায় সমিতির অফিসটি থেকে আগুন বেরোতে দেখা যায়। পাশেই একটি মোবাইলের দোকানের কর্মী প্রথম দেখতে পান আগুন। সঙ্গে সঙ্গে লখবর দেওয়া হয় সমিতির কর্তাদের। সমিতির ম্যানেজার শরদিন্দু কোঙার জানান, দমকল এবং স্থানীয় মানুষের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। কিন্তু আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।
|
রাস্তার ধারে জখম অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে তুলে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। বিকেলেই হাসপাতালে মৃত্যু হল ইদ্রিশ মণ্ডল (৩৪) নামে ওই ব্যক্তির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিশের বাড়ি পূর্বস্থলীর হরিশপুর গ্রামে। তাঁর স্ত্রী রশিদা বিবি কাটোয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। তবে এই খুনের পিছনে কে বা কারা থাকতে পারে, সে বিষয়ে তিনি পুলিশকে কিছু জানাতে পারেননি। থানায় রসিদা জানিয়েছেন, শনিবার হরিশপুর গ্রাম থেকে মেলা দেখতে কাটোয়ার লোহাপোতা গ্রামে গিয়েছিলেন ইদ্রিশ। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে কাটোয়ার মেঝিয়ারি হাটতলা এলাকায় জখম অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। তবে, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রচণ্ড মারধর করে অজ্ঞান অবস্থায় দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।
|
বিবেক মেলা উপলক্ষে সোমবার কাঁকসা হাইস্কুল থেকে প্রভাত ফেরি বের হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই প্রভাতফেরিতে যোগ দেয়। কাঁকসা ও পানাগড়ের বিভিন্ন এলাকা পরিক্রম করে মিছিলটি। এ ছাড়াও আয়োজিত হচ্ছে ফুটবল প্রতিযোগিতা। আজ মঙ্গলবার বসে আঁকো ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। |