টুকরো খবর
কমিশনে দাবি সূর্যোদয়ের
সূর্যোদয় হোমে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নারায়ণচন্দ্র শীল। ছবি: তরুণ দেবনাথ।
বিভিন্ন মামলায় অভিযুক্ত কিশোর কিশোরীদের সরকারি হোমে না রাখার জন্য রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল রায়গঞ্জের সূর্যোদয় মূক ও বধির আবাসিক হোম ও বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি, হোমের পরিকাঠামো উন্নয়নের ব্যাপারেও কমিশনের কাছে আর্জি জানিয়েছেন। মঙ্গলবার বিকালে হোম পরিদর্শন করেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নারায়ণচন্দ্র শীল। হোমের অধ্যক্ষ পার্থসারথী দাস বলেন, “আদালতের নির্দেশে হোমে বিভিন্ন মামলায় অভিযুক্ত কিশোর কিশোরীদের রাখা হয়। এতে মূক ও বধির কিশোর কিশোরীদের মধ্যে অপরাধ প্রবণতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেইকারণে, কমিশনের চেয়ারম্যানের কাছে অভিযুক্ত কিশোর কিশোরীদের অন্যত্র রাখার আর্জি জানিয়েছি।” পাশাপাশি, হোমের বিদ্যালয়কে চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত করা, বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করারও দাবি জানানো হয়েছে বলে অধ্যক্ষ জানিয়েছেন। বর্তমানে হোমে ৩ থেকে ১৮ বছর বয়সী মূক ও বধির কিশোর কিশোরীর সংখ্যা ৭৬ জন। মূলতঃ বাড়ি থেকে হারিয়ে আদালতের নির্দেশে তাদের হোমে ঠাঁই হয়েছে। পাশাপাশি, সরকারি নির্দেশে প্রতিমাসে গড়ে হোমে ১২ জন অভিযুক্ত কিশোর কিশোরীদের রাখা হয়। কমিশনের চেয়ারম্যান নারায়ণচন্দ্রবাবু এদিন বলেন, “মূক ও বধির কিশোর কিশোরীদের সঙ্গে শারীরিক ভাবে স্বক্ষম অভিযুক্ত কিশোর কিশোরীদের রাখা ঠিক নয়। আমি বিষয়টি সরকারকে জানাচ্ছি।”

স্বামীর মুক্তি চেয়ে দাবি
সাড়ে তিন মাস ধরে বাংলাদেশে জেলে বন্দি ট্রাক চালকের মুক্তির আর্জি জানিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন চালকের স্ত্রী। মঙ্গলবার দুপুরে ৫ বছর ও আড়াই বছরের দুই শিশু পুত্রকে নিয়ে জেলাশাসকের দফতরে যান ওভ মহিলা দীপালি রায়। তিনি বলেন, “স্বামী মহদিপুর সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে বাংলাদেশে যান। স্বামী বাংলাদেশের জেলে আছেন বলে শুনেছি। জেলাশাসকের বিষয়টি দেখতে বলেছি। কিভাবে সংসার চালাব ভেবে পাচ্ছিনা।” জেলশাসক শ্রীমতি অর্চনা বলেন, “বিষয়টি দেখছি। সমস্ত কিছু খোঁজ নেওয়া হচ্ছে।” গত ৩০ অক্টোবর পুরাতন মালদহ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খৈহাটি পাড়ার বাসিন্দা পেশায় ট্রাক চালক বাবুরাম রায় ইসলামপুরের এক রফতানিকারকের ভুট্টা বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজশাহির ছোট মসজিদ সীমান্তে নামনোর সময় বাবুরামের ট্রাক থেকে সেদেশের সীমান্ত জওয়ানরা ট্রাক থেকে মদ উদ্ধার করেন। এরপর থেকে ট্রাক চালক বাবুরাম রাজশাহির জেলে বন্দী। বাংলাদেশ পুলিশ ট্রাকটিকেও আটকে রেখেছে। গৌড় মালদহ ট্রাক ওনার্সের সম্পাদক সমীর ঘোষ বলেন, “ওই ট্রাক চালককে বাংলাদেশ থেকে ছাড়িয়ে আনার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। আশা করছি এক সপ্তাহের মধ্যে ট্রাকচালক মুক্তি পাবেন।”

বিক্ষোভে বাসিন্দারা
সময়সূচি না মেনে বাস চালানোর দাবিতে দিনভর বেসরকারি বাস ও মিনিবাস আটকে রেখে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের তপনে। এদিন নিরাপত্তার দাবি তুলে বাস কর্মীরা বালুরঘাটে ধর্মঘট করেন। সকাল থেকে ওই দুটি এলাকায় বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে থাকলেও প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ তুলে সরব হন যাত্রীরা। শেষপর্যন্ত বাস মালিকদের হস্তক্ষেপে বিকেল ৪ টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন সকাল ৮ টা চকভৃগু থেকে তপন রুটের সমস্ত বাস বালাপুর মোড়ে আটকে দেন স্থানীয় বাসিন্দারা। ফলে তপন হয়ে চকভৃগু ও গঙ্গারামপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। এলাকার বাসিন্দা দিলীপ ঘোষ, পরিমল বর্মন, নিখিল রায়েরা অভিযোগ করেন, এই রুটের বেসরকারি বাস, মিনিবাস সময়ে চলে না। ছাত্রছাত্রীদের বাসে নিতে চান না তারা। চকভৃগু থেকে তপনের দিকে রাতের শেষ বাস সন্ধ্যা সাড়ে ৬ টার বদলে সাড়ে ৭ টায় চলানোর দাবিতে অতিরিক্ত জেলাশাসক, আরটিও সহ সব স্তরে আবেদন জানানো হয়। অন্যদিকে, বালুরঘাট বাসস্ট্যান্ডে গত রবিবার তোলাবাজদের হাতে এক বাস কর্মীকে দুষ্কৃতীরা মারধর করেন বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন সকাল থেকে বালুরঘাটের ঠাকুরপুড়া থেকে ভায়া পতিরাম, বটুন ও সাফানগর-এই তিনটি রুটে বেসরকারি বাস চালানো বন্ধ করে দেন কর্মীরা। বিকেল ৪ টা নাগাদ বাস মালিকেরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিত স্বাভাবিক হয়।

জন-সংযোগ অভিযান শুরু
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদের্শে মঙ্গলবার মালদহে জনসংযোগ অভিযানের সূচনা করলেন জেলাশাসক শ্রীমতি অর্চনা। ব্লক স্তরে অভিযান শুরু হবে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এবং ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পযর্ন্ত। প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে চলবে। জেলাশাসক বলেন, “জেলায় ১০০ দিনের কাজ কোথায় হচ্ছে, কতদিন কাজ হবে, বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় জেলায় কত মানুষ নথিভুক্ত আছেন। কী ভাবে সরকারি প্রকল্পে আবেদন করতে হবে? জনসংযোগ অভিযানে সব নথিভুক্ত করা হচ্ছে। সাধারণ মানুষ সব রকম তথ্য জানতে পারবেন। উত্তরবঙ্গে প্রথম মালদহে প্রশাসনের জনসংযোগ অভিযান শুরু হল।” মুখ্যমন্ত্রী গত সপ্তাহে শিলিগুড়ি ছয় জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের সময় জন সংযোগ অভিযানের নির্দেশ দিয়েছিলেন। জেলাশাসক জানান, সমস্ত প্রকল্পের তালিকা মানুষের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হবে। এদিন জনসংযোগ অভিযানের সূচনায় উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি উজ্জল চৌধুরী। সভাধিপতি বলেন, “এতদিন বিভিন্ন প্রকল্প নিয়ে নানা অভিযোগ উঠত। জনসংযোগ অভিযানের ফলে বিভিন্ন প্রকল্পের কাজ দুনীর্তি মুক্ত হবে।”

দোকানে চুরি
টিনের দরজা ভেঙে চায়ের দোকান থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে পালাল দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জের নিউমার্কেট এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এদিন দুষ্কৃতীরা শাবল দিয়ে স্থানীয় পূর্ব নেতাজীপল্লি এলাকার বাসিন্দা গোপাল সাহা নামে এক ব্যবসায়ীর চায়ের দোকানের দরজা ভেঙে ভিতরে ঢোকার পরে দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে। ওই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই দিন রাতে রায়গঞ্জের থানা রোড এলাকার ৫টি দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে পুলিশ আইন শৃঙ্খলার কাজ সামলাতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা চুরি করে বলে পুলিশের সন্দেহ।

দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ পুলিশ উদ্ধার করেছে। সোমবার গভীর রাতে চাকুলিয়ার কানকি এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫। রাতে কানকি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কেএকটি দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা পুলিশকে খবর দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.