স্বাভাবিক প্রসবের জন্য বাঁকুড়া জেলার সেরা স্বাস্থ্যকেন্দ্রের পুরস্কার পেল সোনামুখী গ্রামীন স্বাস্থ্যকেন্দ্র। ২০১০-১১ আর্থিক বছরে এখানে ১৬৬৪টি স্বাভাবিক প্রসব করানো হয়। সম্প্রতি স্বাস্থ্য দফতর থেকে এ জন্য সোনামুখী গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রকে পরিকাঠামো উন্নয়নের জন্য দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা বলেন, “জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রগুলির মধ্যে সোনামুখী গ্রামীন স্বাস্থ্যকেন্দ্র সব থেকে বেশি স্বাভাবিক প্রসব করিয়েছে। সে জন্য স্বাস্থ্যভবন থেকে ওই স্বাস্থ্যকেন্দ্রটিকে পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।” তিনি জানান, এই পুরস্কার অন্য স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের উৎসাহ দেবে।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলার ৭০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ২১টিতে প্রসূতি বিভাগ রয়েছে। এ ছাড়া ১৭টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও ৫টি গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রও এই প্রতিযোগিতায় ছিল। এই পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সোনামুখী গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। ওই স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক সৌম্য সরকার বলেন, “নানা সমস্যার মধ্যেও আমরা প্রসূতি ও অন্যান্য রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। খুব প্রয়োজন না হলে রোগীদের বড় হাসপাতালে রেফার করা হয় না। ।” তিনি জানান, ৪০ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগী থাকেন। বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৭৫০ জন রোগীর চিকিৎসা করা হয়। সে তুলনায় পরিকাঠামো ভাল নয়। সব বিভাগেই কর্মীর সংখ্যা কম রয়েছে। প্রসঙ্গত, বন্ধ্যাকরণ কর্মসূচিতেও গত বছর জেলার সেরা হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। |