ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মেধা পুরস্কার দেওয়া হল পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের। রবিবার বসিরহাটের ‘আড়বেলিয়া শিক্ষা ও সংস্কৃতি মঞ্চ’-এর উদ্যোগে আড়বেলিয়া জেভি হাইস্কুলে এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত চিলেন বসিরহাট কলেজের অধ্যক্ষ রামলাল রায়, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এটিএম আবদুল্লা রনি, অভিনেতা বিশ্বনাথ বসু, বাদুড়িয়া পূর্বচক্রের এসআইএস মিহির কুমার মণ্ডল প্রমুখ। এ দিন ১০২ জন পড়ুয়াকে পুরস্কৃত করা হয়। সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল বলেন, “ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা নিয়ে সচেতনতা আরও বাড়াতেই আমাদের এই উদ্যোগ।”
|
আঁকা ও ক্রীড়া প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি বসিরহাটের ভবানীপুরের ভারতমাতা সঙ্ঘের উদ্যোগে শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে ছবি আঁকা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধন করেন বসিরহাটের পুরপ্রধান কৃষ্ণা মজুমদার। উদ্যোক্তারা জানান, ক্রীড়া প্রতিযোগিতায় ৮টি বিভাগে শতাধিক ছেলেমেয়ে যোগ দেয়। আঁকায় অংশ নেয় ৪০ জন। সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
|
২৯ জানুয়ারি থেকে বনগাঁ টাউন হল মাঠে শুরু হয়েছে সনাতন মহাধর্মীয় সম্মেলন ও হরিনাম মহাযজ্ঞ। সম্মেলন চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩৮ বছরে পড়া বনগাঁ শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভা পরিচালিত এই অনুষ্ঠানের বিভিন্ন দিনে রয়েছে ধর্মসভা, কবিগান, শ্রীমৎভাগবৎপাঠ, লীলা কীর্তন, নাম সংকীর্তন। সম্মেলনে আসা মানুষের জন্যভোগ প্রসাদের ব্যবস্থওা রয়েছে। |