আইএনটিইউসি-র সম্মেলনে মুখ্যমন্ত্রীর সমালোচনায় দীপা
ক্ষিণ ২৪ পরগনার ফলতায় আইএনটিউসি-র সম্মেলনে এসে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি।
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেসের সম্পাদিকা বলেন, “মুখ্যমন্ত্রী কথায় কথায় বলছেন তিনি নাকি বাঘ। হকার উচ্ছেদ, অগ্নিকাণ্ড হলেই হেঁটে চলে চলে যাচ্ছেন। আমার কথা, রাইটার্সে যদি বাঘ ঢুকে যায় তা হলে উনি চিড়িয়াখানার নাম পাল্টে দেবেন না তো!”
মঙ্গলবার ফলতার অবাধ বাণিজ্য কেন্দ্রে আসরফ আলি নগরে দক্ষিণ ২৪ পরগনা জেলা আইএসটিইউসি-র সম্মেলনে দীপাদেবী বলেন, “আইএনটিইউসি এবং আইএনটিটিইউসি একসঙ্গে কাজ করলেও আমাদের মধ্যে মতের বিরোধ রয়েছে। ওদের অতিরিক্ত একটি ‘টি’ থাকায় সেই তফাত আরও বেড়ে যাচ্ছে। আমাদের অফিস দখল করা থেকে শ্রমিকদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে ওরা। আর আমরা এ সবের প্রতিবাদ করলেই সহযোগিতা করছি না বলে কথা উঠছে।” তাঁর কথায়, “মমতাকে মমতা বানিয়েছেন এই জাতীয় কংগ্রেসের নেতা প্রিয়রঞ্জন। রাজ্যে যে পরিবর্তন এসেছে সেটা আমরা ওরা জোট করেছিলাম বলেই। ওদের একার চেষ্টায় নয়। আমরা, জাতীয় কংগ্রেস মর্যাদার সঙ্গে জোটধর্ম পালন করতে চাই। নির্বাচনের আগে আমরা বলেছি সসম্মানে থাকতে চাই। কিন্তু কংগ্রেসকে হেয় করা হচ্ছে। অপমান করা হচ্ছে। এ সবের প্রতিবাদ করলেও আমাদের ছেলেদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে।”
ছবি: দিলীপ নস্কর।
কংগ্রেসকে সিপিএমের বি টিম বলা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দীপাদেবী বলেন, “লোকপাল-সহ একাধিক বিল নিয়ে সিপিএম, বিজেপি-র সঙ্গে তৃণমূল একজোট হয়ে প্রতিবাদ করছে। তখন ওরা বি টিম হয় না, শুধু আমরাই বি টিম হয়ে যাব? নেতা বদলে তৃণমূল এখন লাল তৃণমূল, সবুজ তৃণমূল হচ্ছে। আমাদের ছুড়ে ফেলে দিয়ে রাজ্য চালান, কিচ্ছু বলব না। কিন্তু এই ইউনিয়নের শ্রমিক, কৃষকদের সঠিক মজুরি দেওয়ার দিকে নজর দিন।”
নন্দীগ্রাম, সিঙ্গুরের প্রসঙ্গ তুলে কংগ্রেস নেত্রী বলেন, “নন্দীগ্রাম, সিঙ্গুরে কংগ্রেস পাশে ছিল না এ কথা শুনলে দুঃখ লাগে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ দিন অনশন নিয়ে দীপাদেবীর কটাক্ষ, “ডাক্তার না দেখিয়ে এতদিন অনশন নজিরবিহীন ঘটনা। আমরা ডাক্তার পাঠালাম, রাষ্ট্রপতি ডাক্তার পাঠালেন। তিনি তাঁদের সাহায্য নেননি। কিন্তু যখন অশোক ঘোষ গিয়ে বললেন বুদ্ধদেব ভট্টাচার্য সমস্যা মেটাবেন, তখনই অনশন তুলে নিলেন।”
রাজ্যকে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে দীপাদেবী বলেন, “উনি বলছেন কেন্দ্র অর্থ দিচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এ ব্যাপারে কথা রেখেছেন। এখন অতিরিক্ত অর্থ চাইলে অন্য রাজ্যগুলিও টাকা চাইবে। আসলে তৃণমূলের নিজস্ব কোনও নীতি নেই। কর না তুললে রাজ্যের রেভিনিউ বাড়বে কী করে!”
সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য আইএনটিইউসি সংগঠনকে আরও জোরদার করতে শ্রমিকদের আহ্বান জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.