|
|
|
|
টুকরো খবর |
ধান কিনতে আগাম টাকা দেবে না কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য জুড়ে ধান সংগ্রহের জন্য আগাম অর্থ দেওয়া যাবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার মহাকরণে বলেন, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে ভি টমাস চিঠি দিয়ে তাঁকে বিষয়টি জানিয়েছেন। জ্যোতিপ্রিয়বাবু জানান, ধান সংগ্রহের জন্য কেন্দ্রের কাছে এক হাজার কোটি টাকা অগ্রিম চাওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অগ্রিম টাকা দেওয়া সম্ভব নয়। তবে খাদ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের টাকা না-পেলেও ধান কেনার কাজে পিছিয়ে নেই রাজ্য। তিনি বলেন, “১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন সমবায় চাষিদের কাছ থেকে ৫ লক্ষ ৬৮ হাজার ৬২০ মেট্রিক টন ধান কিনেছে। আগেকার সরকার গত বছরে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ৭০৯ মেট্রিক টন ধান সংগ্রহ করতে পেরেছিল। সে তুলনায় এগিয়ে আছি।” মন্ত্রী এ দিন জানিয়েছেন, মুখ্যসচিবের উপস্থিতিতে ওই বৈঠকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমবায়গুলিকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত করে দেওয়া হয়েছে।
|
রাস্তা দেখতে আসছে যোজনা কমিশন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিলের টাকায় রাজ্যের কোথায় কোন রাস্তা চওড়া করা হবে, তা সরেজমিনে খতিয়ে দেখতে যোজনা কমিশনের দুই প্রতিনিধি রাজ্যে আসছেন। কাল, বৃহস্পতিবার কমিশনের সদস্য-সচিব সুধা পিল্লাই এবং অন্য এক কর্তা দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে গিয়ে ওই দুই জেলার জন্য প্রস্তাবিত রাস্তাগুলি ঘুরে দেখবেন। রাজ্যের পূর্ত দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন এ কথা জানিয়ে বলেন, “কেন্দ্র অনগ্রসর এলাকা উন্নয়ন প্রকল্পে ১১০০ কোটি টাকা দেবে বলে জানিয়েছে রাজ্যকে। অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিল থেকে রাজ্যকে ৮০০০ কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রের। ১১০০ কোটি টাকা তারই অংশ।” |
|
|
|
|
|