সিপিএম পরিচালিত দু’টি গ্রাম পঞ্চায়েতে নানা প্রকল্পে দুর্নীতি ও দলবাজির অভিযোগ তুলল তৃণমূল। সিপিএমের দুই পঞ্চায়েত প্রধানকে মঙ্গলবার ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। এ দিন খাতড়া ব্লকের সুপুর ও বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ ক্ষণ এই ঘেরাও বিক্ষোভ চলে। পরে ওই দিই পঞ্চায়েতের প্রধানের কাছে তৃণমূলের তরফে ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপিও দেওয়া হয়। তৃণমূলের সুপুর অঞ্চল সভাপতি মহাদেব গিরির অভিযোগ, “দীর্ঘ দিন ধরে ওই দু’টি পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের প্রকল্পে, ইন্দিরা আবাস যোজনায়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সার ও বীজ বিলি করা নিয়ে দুর্নীতি ও দলবাজি করা হচ্ছে।” তাঁরা সুপুর পঞ্চায়েতের সিপিএম প্রধানের পদত্যাগের দাবি তোলেন। দুর্নীতি ও দলবাজির অভিযোগ মানতে চাননি সুপুর পঞ্চায়েতের প্রধান সূর্যনারায়ণ কিস্কু ও বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রধান সুলেখা রায়। সিপিএমের ওই দুই প্রধানের দাবি, “এলাকার প্রতিটি প্রকল্পে জন প্রতিনিধিদের জানিয়ে সব কাজ করা হচ্ছে। কোথাও দুর্নীতি বা দলবাজি করা হয়নি।” সিপিএমের খাতড়া জোনাল কমিটির সম্পাদক সুশীল মুখোপাধ্যায়ের দাবি, “সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই তৃণমূল মিথ্যা অভিযোগে এখন আমাদের দখলে থাকা পঞ্চায়েতগুলিতে বিক্ষোভ কর্মসূচি করে দলের কর্মীদের চাঙ্গা করতে চাইছে।”
|
শববাহী গাড়ি চালু হল রঘুনাথপুর পুরএলাকায়। মঙ্গলবার সাংসদ তহবিল থেকে তৃণমূল পরিচালিত পুরসভাকে এই শববাহী গাড়ি দিলেন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া।.পুরপ্রধান মদন বরাট বলেন, “দু’মাস আগে সাংসদের কাছে ওই গাড়ি চেয়ে আমরা আবেদন জানিয়েছিলাম।”
|
এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করার অভিযোগ উঠল পড়শি এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার এই মর্মে পুঞ্চা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবককের খোঁজ করা হচ্ছে। |