রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ব্লকের খাদ্য পরিদর্শককে তাঁর অফিসের ভিতরে ঘেরাও করে রাখলেন বাসিন্দারা। মঙ্গলবার বোরোর ঘটনা। সকাল ১০টা থেকে বিকেল অবধি ঘেরাও বিক্ষোভ চলে। পরে মানবাজার ২ বিডিও-র কাছেও তাঁরা বিক্ষোভ দেখান। বোরোর কমিউনিটি হলে স্থানীয় ব্লক খাদ্য পরিদর্শক রতনলাল সিংয়ের অফিস। তাঁকে ঘেরাও করে স্থানীয় খড়িদুয়ারা গ্রামের বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। |
নাগরিক কমিটির অভিযোগ, “আমরা জঙ্গলমহল এলাকার বাসিন্দা হওয়া সত্বেও গ্রামের রেশন ডিলার সুব্রত চন্দ দু’টাকা কিলো দরে চাল বিক্রি করছেন না। এমনকি রেশনের চাল, গম, চিনিও তিনি নিজের পছন্দের লোকেদের বিক্রি করেন। ওজনেও গরমিল থাকে।” মানবাজার ২ এর বিডিও পার্থ কর্মকার বলেন, “ওই রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ মিলেছে। অসুস্থ বলে দাবি করে তিনি জঙ্গলমহলের জন্য বরাদ্দ করা চালও বিলি করছেন না। তাঁর ছেলে রেশনের মাল বিক্রি করছেন। ডিলারশিপ রাখতে হলে তাঁকে সরকারের সব প্রকল্প চালু রাখতে হবে। ওই রেশন ডিলারের লাইসেন্স খারিজ করতে ব্লক খাদ্য পরিদর্শককে বলা হয়েছে।” খাদ্য পরিদর্শক রতনলাল সিং বলেন, “ডিলারদের অনেকেই আমার কথা মানতে চাইছেন না। কাউকে আড়াল করার অভিযোগ ঠিক নয়।” খড়িদুয়ারা গ্রামের রেশন ডিলার সুব্রত চন্দের ছেলে সুমন বলেন, “আমাদের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন। বাবা অসুস্থ। তাঁরা মিথ্যা অপবাদ দিচ্ছেন।” |