টুকরো খবর |
ভাগচাষির অস্বাভাবিক মৃত্যু, দাবি আত্মহত্যা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
এক চাষির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী ঋণের দায়ে আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানার মহিষা-মসলন্দপুরে। পুলিশ সূত্রের খবর, সফিকুল মণ্ডল (৩২) অন্যের জমি ভাগে নিয়ে চাষ করতেন। সোমবার সন্ধ্যায় তিনি কীটনাশক কিনে মাঠে যান। পরে তাঁকে বমি করতে করতে ফিরতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। সফিকুলের কাছ থেকে মেলে খালি কীটনাশকের শিশি। সফিকুলকে প্রথমে হাবরা হাসপাতালে, পরে কলকাতায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়। সফিকুলের স্ত্রী রুনুবিবির বক্তব্য, “স্বামী বরাবরই বাজার থেকে টাকা ধার করে চাষ করতেন। এ বারেও তা-ই করেছিলেন। কিন্তু ধান ও সর্ষে দু’টো চাষই নষ্ট হওয়ায় ভীষণ ভাবে ভেঙে পড়েন। পাওনাদারেরা রোজ বাড়িতে এসে টাকার জন্য চাপ দিচ্ছিল। সহ্য করতে না পেরে স্বামী কীটনাশক খান।” স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য বলেন, “মৃত ব্যক্তির নিজের জমি ছিল না। উনি অন্য কারণে টাকা ধার করেছিলেন। তা নিয়ে পরিবারে অশান্তির জন্যই উনি আত্মহত্যার করেছেন বলে প্রাথমিক ভাবে প্রশাসন জানতে পেরেছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন সফিকুল। এ বছর প্রায় তিন বিঘা জমিতে আউশ ধান চাষ করেছিলেন। কিন্তু বৃষ্টিতে জল জমে চাষ নষ্ট হয়। সেই ধাক্কা সামলাতে এর পরে সফিকুল ওই জমিতে সর্ষে চাষ করেন। কিন্তু বৃষ্টিতে সর্ষে চাষেরও ক্ষতি হয়। তবে হাবরা-১ এর বিডিও তপনকুমার ঘোষ বলেন, “পারিবারিক অশান্তির কারণেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।”
|
ভাটপাড়ায় ‘মার’, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • ভাটপাড়া |
বাড়ির সামনে তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস পাল। যার জেরে সোমবার তাঁকে কিছু লোক মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ঘটনার প্রতিবাদে দেবাশিসকে সঙ্গে নিয়েই এ দিন সন্ধ্যায় একটি মানবাধিকার সংগঠনের কর্মীরা এলাকায় মৌনী মিছিল করেন। পুলিশ জানায়, ধৃতেরা হলেন শৈলেন্দ্রনাথ দাস ওরফে বেচা এবং আশিস বিশ্বাস ওরফে সুকু। দু’জন আদালতে জামিনও পেয়ে গিয়েছেন। ব্যারাকপুরের ডিসি (সদর) কল্লোল গণাই বলেন, “ওই বাসিন্দার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যত্রতত্র আইন ভেঙে মাইক বাজানোর ঘটনা ঘটছে। পুলিশ খবর পেলেই উপযুক্ত ব্যবস্থা নেবে।” স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশকে স্মারকলিপি দিয়ে দাবি করেন, দেবাশিসবাবু মিথ্যা অভিযোগ করছেন। দেবাশিসবাবু এ দিন বলেন, ‘‘যাঁরা স্মারকলিপি দিয়েছেন, তাঁরা বাস্তব অস্বীকার করছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এ ভাবে মাইক বাজানো দণ্ডনীয় অপরাধ। পাড়ার লোক প্রতিবাদ করতে ভয় পেয়েছেন।”
|
মারের চোটে গর্ভপাত বধূর, স্বামী-শ্বশুর ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অন্তঃসত্ত্বা অবস্থায় মারধরের ফলে তাঁর গর্ভপাত হয়েছে বলে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এক গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাবিনা বিবি নামে ওই গৃহবধূর স্বামী আতাউল মণ্ডল ও শ্বশুর রেজাউল মণ্ডলকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার গোপালপুর গ্রামে। গুরুতর আহত সাবিনা বিবিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে বাদুনিয়ার মাগুরখালির বাসিন্দা সাবিন বিবির সঙ্গে বিয়ে হয় আতাউলের। সাবিনার বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়েতে দাবিমত যৌতুক দেওয়া হলেও সাবিনার উপরে শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক অত্যাচার করত। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হলে অত্যাচারের মাত্রা আরও বাড়ে বলে অভিযোগ। দিন কয়েক আগে সাবিনাকে প্রচণ্ড মারধর করা হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসক জানান, আঘাত লাগায় তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। এ পরেই স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেন সাবিনা। যদিও অভিযোগ অস্বীকার করে ধৃতদের দাবি, অসতর্কতার কারণেই পড়ে গিয়ে আঘাত লাগে সাবিনার।
|
দুর্নীতির অভিযোগ, বসিরহাটে স্কুলে তালা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
ছবি: নির্মল বসু। |
প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দিলেন কিছু গ্রামবাসী। বসিরহাট-১ ব্লকের লক্ষণকাটি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে সোমবার থেকে এই ঘটনায় শিকেয় উঠেছে ছাত্রছাত্রীদের পঠনপাঠন। বিক্ষোভকারীদের দাবি, বেশ কয়েক মাস হল স্কুলে মিড ডে মিল বন্ধ। রান্না ঘর তৈরি নিয়ে দুর্নীতি হয়েছে। সময়মতো স্কুলে আসেন না প্রধান শিক্ষক। এ সবের প্রতিবাদেই স্কুলে তালা দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, প্রশাসনিক ভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আফতাব গাজি। তাঁর দাবি, “গ্রামের কিছু লোক আমার বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা অভিযোগ তুলেএকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল। সমস্ত ঘটনা বিডিও-কে জানানো হয়েছে।” বসিরহাট-১ এর বিডিও ভাস্কর পাল বলেন, “বেশ কিছুদিন থেকে ওই স্কুলে রান্নার ঘর তৈরি এবং বুক গ্রান্টের টাকা-সহ কয়েকটি বিষয় নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। স্কুলে তালা দেওয়ার বিষয়টি নিয়ে সব পক্ষকে আলোচলায় ডাকা হয়েছে।”
|
মজুরির তালিকায় নাম না থাকায় ব্যাঙ্কে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
একশো দিনের প্রকল্পে কাজ করেও মজুরি পাওয়ার তালিকায় নাম না থাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভাঙচুর চালাল কয়েক জন গ্রামবাসী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের পিঁফায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ঘটনাস্থলে যেতে হয়। পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় বিক্ষোভকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ব্যাঙ্কের সামনে শতাধিক গ্রামবাসী ১০০ দিনের কাজের মজুরি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রাপকদের একটি তালিকা ব্যাঙ্কের সামনে টাঙিয়ে দেন। সেই তলিকায় নিজের নাম না দেখতে পেয়ে বেশ কিছু মানুষ ব্যাঙ্কের কাউন্টারের সামনে ভাঙচুর শুরু করেন। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ১০০ দিনের কাজ করায় কারা করা টাকা পাবেন তা ঠিক করে পঞ্চায়েত থেকে তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকাই টাঙিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কিছু করণীয় নেই। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে।
|
আগাম জামিন চাইলেন বারাসতের জুলিয়ান ডে স্কুলের অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • বারাসত |
বারাসতের জুলিয়ান ডে স্কুলের অধ্যক্ষ নেভিল ম্যাকলামারা মঙ্গলবার আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন। গত ১ ফেব্রুয়ারি একটি আবাসনের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী দীপশিখা দামের। একই ভাবে গুরুতর আহত হয় তার সহপাঠী সুদীপ্ত চাকী। সে এখন বারাসতের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। সেই ঘটনার পরে অভিযোগ ওঠে, অধ্যক্ষ ওই দু’জনকে বকাবকি করে স্কুল থেকে নাম কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন। হাইকোর্টের বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এ দিন তদন্তকারী অফিসারকে নির্দেশ দেয়, তিনি যেন সুদীপ্তের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন, তার প্রতি অধ্যক্ষের ব্যবহার কেমন ছিল। এই নিয়ে অন্য ছাত্রদের সঙ্গেও কথা বলেছে ডিভিশন বেঞ্চ। রিপোর্ট দিতে হবে এক সপ্তাহের মধ্যে।
|
জমির পাট্টা বিলি উদ্বাস্তুদের
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
উদ্বাস্তু ও ত্রাণ দফতরের উদ্যোগে উদ্বাস্তুদের মধ্যে জমির পাট্টা বিলি করা হল। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ত্রদিবনগরে ১৩৭ জন উদ্বাস্তুর হাতে ৫ বিঘা করে জমির পাট্টা তুলে দেওয়া হয়। মূলত, ১৯৭১ সালের আগে যে সমস্ত বাংলাদেশিরা এ দেশে এসে স্থায়ী ভাবে বসবাস শুরু করেছিলেন তাঁদের পুনর্বাসনের জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল, গোসাবার বিধায়ক জয়ন্ত লস্কর প্রমুখ।
|
বধূ-মৃত্যুতে ধৃত ৩ |
চাষিপাড়ার গৃহবধূ মৌসুমী নন্দীকে খুনের অভিযোগে স্বামী ভাস্কর নন্দী, শ্বশুর দীনবন্ধু নন্দী ও শাশুড়ি সন্ধ্যা নন্দীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ব্যারাকপুর আদালত তাঁদের ১৪ দিন পুলিশি হেফাজত দেয়। মৌসুমীর ভাই রাজু দাস অভিযোগ করেন, মৌসুমীকে খুন করেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ি। যদিও ডেথ সার্টিফিকেট অনুযায়ী, অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে ওই বধূর। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ডিডি) দীপনারায়ণ গোস্বামী বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই তিন জন গ্রেফতার হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। ময়না-তদন্তের রিপোর্টে খুনের কারণ জানা যাবে।”
|
বোমাবাজি, জখম |
দু’দল সমাজবিরোধীর মধ্যে বোমাবাজি হল ব্যারাকপুর আনন্দপুরীর মাঠপাড়ায়। এই ঘটনায় মানস চট্টোপাধ্যায় ওরফে ভুতো নামে এক দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি মাঠে জড়ো হয় কয়েক জন সমাজবিরোধী। নিজেদের মধ্যে ঝগড়া চলাকালীন এক পক্ষ বোমা ছোড়ে। জখম হয় সুনীল করণ, পল্টু ও গুড্ডু নামে তিন জন। তারা হাসপাতালে ভর্তি। এর মধ্যে গুড্ডুর নামে বেশ কয়েকটি থানায় অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ। |
|