টুকরো খবর |
খুনে অভিযুক্তের বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
কংগ্রেস কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত বিধান বিশ্বাস নামে এক ব্যাক্তির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ হয়েছে সোমবার। রবিবার শান্তিপুরে জগদীশ বিশ্বাস নামে এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করায় যে ৭ জনের নামে অভিযোগ উঠেছিল বিধান বিশ্বাস তাদের একজন। সোমবার রাতে শান্তিপুরের মানিকনগরে বিধানবাবুর বাড়িতে আগুন লাগে। তিনি অবশ্য পলাতক। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “আগুন লাগার ঘটনায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তাদের খোঁজ চলছে।” শান্তিপুরের বিধায়ক ও পুরপ্রধান কংগ্রেসের অজয় দে বলেন, “বাড়িতে আগুন লাগানোর ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।”
|
স্টেশন থেকে উদ্ধার স্কুলপড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে এক ছাত্রকে রেল পুলিশের হাতে তুলে দিলেন বাকি যাত্রীরা। উত্তর ২৪ পরগণার গোপালনগর স্টেশনে মঙ্গলবার সকালে সাগর বালা নামে দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রকে ঘুরতে দেখা যায়। রানাঘাটের একটি বেসরকারি স্কুলের ছাত্র সে। বাড়ি উত্তর ২৪ পরগণার পলতায়। সাগর বলে, “মায়ের জন্য মন খারাপ করায় সহপাঠী নয়নের সঙ্গে সে বেরিয়েছিল।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগর ও নয়ন দুজনে রানাঘাট স্টেশনে এসে বনগাঁ লোকালে ওঠে। তারপর গোপালনগরে নেমে নয়ন বাড়ি চলে যায়। স্টেশনে থেকে যায় সাগর। রেল পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পরিবারের লোকেরা সাগরকে নিয়ে গিয়েছে। সাগরের মা বনানী দেবী বলেন, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। সেখান থেকে অনুমতি নিয়ে ওকে বাড়ি নিয়ে যাব।”
|
তরুণ-তরুণীর আত্মহত্যা
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
পবিত্রা দাস (২৭) নামে এক মহিলার আত্মহত্যার কিছু ক্ষণ পরেই আত্মঘাতী হলেন সন্দীপ দাস (২৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পবিত্রার সঙ্গে সন্দীপের ঘনিষ্ঠতা ছিল। পবিত্রা থাকতেন ডোমকল থানার শিবনগরে স্বামী কৃষ্ণ দাসের সঙ্গে। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। বছর খানেক ধরে ডোমকল বসন্তপুর কলেজের ছাত্র সন্দীপের সঙ্গে পবিত্রার সম্পর্ক তৈরি হয়। তা নিয়ে পবিত্রার বাড়িতে নিয়মিত অশান্তি হত। সোমবার রাতে তুমুল ঝগড়া হয়েছে তাঁর বাড়িতে। এরপরে মঙ্গলবার সকালে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পবিত্রার দেহ পাওয়া যায় তাঁর নিজের ঘর থেকেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার খবর শোনার পরে ভাতশালা গ্রামে সন্দীপও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ওই দুই তরুণ-তরুণীর মধ্যে ঘনিষ্ঠতা ছিল। এই দিন সকালে ওই তরুণীর আত্মহত্যা করেন। তারপরে আত্মঘাতী হন ওই তরুণও। দু’টি দেহই ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তরুণের। নাম রজত বিশ্বাস (২৩)। বাড়ি মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুই বন্ধুকে পিছনের আসনে বসিয়ে মোটরবাইক চালিয়ে পঞ্চাননতলা মোড় দিয়ে যাচ্ছিল রজত। সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের চাকার তলায় মোটরবাইক-সহ রজত পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরবাইকের ওই চালক।
|
ভাতার দাবি কান্দিতে
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ভাতা প্রাপকদের মাসের পয়লা তারিখে টাকা দেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দিলেন সিপিএমের কৃষকসভার কান্দি ব্লক সংগঠন। মঙ্গলবার কান্দি মহকুমা শাসকের কাছে ন’দফা দাবি নিয়ে স্মারকলিপি দেন তাঁরা। ন্যায্য দামে ফসল বিক্রি, প্রত্যেক শ্রমজীবী মানুষকে ১০০ দিনের কাজের আওতায় আনা-সহ নানা দাবি পেশ করেন তাঁরা। সংগঠনের দাবি, সরকারি কর্মচারীরা পয়লা তারিখে বেতন পেলেও ভাতা প্রাপকেরা ৩-৪ মাস অন্তর টাকা পান।
|
ছাত্রী আত্মঘাতী
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বাবার বকুনি সহ্য করতে না পেরে মশা মারার তেল খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে অঙ্কিতা তিওয়ারি (১৫)। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে তাকে বহরমপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হলে মঙ্গলবার ভোরে মারা যায় ওই কিশোরী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনে সর্বক্ষণ বন্ধুদের সঙ্গে গল্প করা নিয়ে রবিবার রাতে বাবা বকাঝকা করেন। এর পরেই শ্রীশচন্দ্র গালর্স স্কুলের দশম শ্রেণির ছাত্রী ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে দরজা ভেঙে ঢুকে ওই কিশোরীকে ঘরের মেঝেতে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। পাশেই পড়ে ছিল মশা মারা তেলের খালি শিশি। তাকে বহরমপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার ভোরে সেখানেই মারা যায় ওই কিশোরী।
|
শিক্ষককে নিগ্রহ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
শিক্ষক নিগ্রহের অভিযোগ উঠল মুরুটিয়ার প্রাথমিক বিদ্যালয়ে। এক ছাত্রীর মা ওই স্কুলের এক পার্শ্বশিক্ষককে চটি দিয়ে মেরেছেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই মহিলা তাঁর ছেলেকে সহপাঠীরা মারধর করেছে বলে অভিযোগ করেছিলেন। পরে তিনি স্কুলে এসে ওই শিক্ষককেও প্রহার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
সম্প্রতি দু’দিন ব্যাপী ৫৪তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল রানাঘাটের ‘সব পেয়েছির আসর’। নজরুল মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের উপ পুরপ্রধান বিজয়প্রসাদ মল্লিক।
|
গাংনাপুরে পীরের মেলা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে এক সপ্তাহ ব্যাপী পীরের মেলা। দীর্ঘ প্রায় ২৪২ বছর ধরে নদিয়ার গাংনাপুরের পাটুলিতে হয়ে আসছে ওই মেলা। হিন্দু, মুসলমান-সহ বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে মেলা হয়ে উঠেছে এক সম্প্রীতির মেলা।
|
কান্দিতে পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ভূমিহীনদের পাট্টা দান করল বড়ঞা পঞ্চায়েত সমিতি। মঙ্গলবার কল্যাণপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩ জনকে পাট্টা দেওয়া হয়। বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণেন্দু রায় বলেন, “পরবর্তীতে আরও দেওয়া হবে।”
|
গুলিতে নিহত বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
দুষ্কৃতীদের গুলিতে মঙ্গলবার রাতে কৃষ্ণনগরে মারা গেলেন হারানচন্দ্র বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার তাঁর চায়ের দোকানে এসে ওই দুষ্কৃতীরা মদ খাবে বলে হারানবাবুর কাছ থেকে কয়েকটি গ্লাস চেয়েছিল। তিনি তা দিতে অসম্মত হলে তাঁকে গুলি করা হয়।
|
সংঘর্ষে আহত ৪
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সাইকেলে ধাক্কা নিয়ে বোমাবাজি ও সংঘর্ষে আহত হন ৪ জন। মঙ্গলবার রঘুনাথগঞ্জের কানুপুরে এই ঘটনার পরে তাঁদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
অস্বাভাবিক মৃত্যু
সংবাদসংস্থা • রানাঘাট |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে তুহিন বিশ্বাস (৫) নামে এক শিশুর। বাড়ি তাহেরপুরের খামার শিমুলিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কুল খেতে গিয়ে গলায় আটকে যায় তার। প্রথমে বাদকুল্লা হাসপাতাল ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে তুহিনের। |
অস্বাভাবিক মৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সাইদুন বিবি (২০) নামে এক মহিলার। বাড়ি কান্দির শাসপাড়া এলাকায়। সোমবার বিকেলে কীটনাশক খান তিনি। |
|