সংস্কৃতি যেখানে যেমন

ইমনের স্বীকৃতি
রাজ্য যুব উৎসবে উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগে প্রথম হলেন বহরমপুরের ইমন বিশ্বাস। তিনি পণ্ডিত অমিয়রঞ্জন বন্দোপাধ্যায়ের শিষ্যা। গুরু-শিষ্যাকে নিয়ে ১৮ ফেব্রুয়ারি উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসাচ্ছে বহরমপুর ‘সেঁজুতি’। বহরমপুর রবীন্দ্রসদনে অশীতিপর অমিয়রঞ্জনবাবুকে সংস্থার তরফে বিশেষ সম্মানও জানানো হবে।

শুরু জঙ্গিপুর বইমেলা
বইমেলার উদ্বোধনের আগে।
মঙ্গলবার থেকে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্কে শুরু হয়েছে পঞ্চম বর্ষ জঙ্গিপুর বইমেলা। চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্যোক্তা ছিল জঙ্গিপুর বইমেলা কমিটি। স্টল রয়েছে ৭০টি। প্রতি দিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

লোকসংস্কৃতি উৎসব
রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ১১-১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে মুর্শিদাবাদ জেলা লোকসংস্কৃতি উৎসব। সাগরদিঘি সুরেন্দ্রনারায়ণ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে দু-দিনের ওই অনুষ্ঠানে প্রায় ১৬০ জন লোকশিল্পী অংশ নেন। জেলার বিলুপ্ত প্রায় লোকসঙ্গীতের পাশাপাশি পরিবেশন করা হয় ঢাক-ঢোল, ঘোড়া নাচ, আদিবাসী নৃত্য, আলকাপ, কবি গান ও বাউল সঙ্গীত।

ব্রীহির উদ্যোগ
কৃষ্ণনগর রবীন্দ্রভবনে পরম্পরার উদ্যোগে আত্মকথা। নিজস্ব চিত্র
ষষ্ঠ বর্ষ মুক্তমঞ্চ নাট্যোৎসবের আয়োজন করল ব্রীহি নাট্যগোষ্ঠী। গত ১১-১২ ফেব্রুয়ারি বহরমপুর শক্তিমন্দির ক্লাবে নাট্যোৎসবে পরিবেশিত হয়েছে। গত দু-দিনে উত্তর ২৪ পরগণার অশোকনগরের অন্বীক্ষা নাট্যগোষ্ঠীর ‘দুর্গা’, বেলঘরিয়ার স্বপ্ন সংলাপ গোষ্ঠীর ‘লে-লুল্লু’, ঝাড়গ্রামের প্রয়াসের ‘চড়ুইভাতি’ ও আয়না নাট্যগোষ্ঠীর ‘শাইলক’ মঞ্চস্থ হয়েছে।

বার্ষিক সুধাস্মৃতির
কৃষ্ণনগরে শিশুবিজ্ঞান উৎসব।
১৭-তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল করিমপুর সুধাস্মৃতি শিশুনিকেতন। গত ৯-১১ ফেব্রুয়ারি তিন দিনের অনুষ্ঠানে ছিল বিভিন্ন প্রতিযোগিতা। বসে আঁকো থেকে আবৃত্তি সব বিষয়েই অংশ নিল খুদে পড়ুয়ারা। কৃতী ছাত্রছাত্রীদেরও বিশেষ পুরষ্কারও দেওয়া হয়।

কায়াকের ছবি
কায়াকের উদ্যোগগে গত দু’বছরের মতো এ বারও আয়োজিত হল চিত্র প্রদর্শনী। কালেক্টরেট ক্লাবে ১৪-১৬ ফেব্রুয়ারি, তিন দিন ওই প্রদর্শনী চলবে। সংস্থার সদস্য ১৬ জন শিল্পী মাটির মূর্তি ও তাঁদের আঁকা নিয়েই ওই প্রদর্শনী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.