অ্যাডিলেডে ভারত-শ্রীলঙ্কা টাই ম্যাচের নাটককে ছাপিয়ে ভেসে উঠছে পাঁচ বলের ওভার বিতর্ক। প্রশ্ন উঠছে, কী ভাবে মাঠে থাকা আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার একই সঙ্গে এমন অবিশ্বাস্য ভুল করলেন? যার জেরে ভারতকে ইনিংসে একটা বল কম খেলতে হল।
ঘটনা হল, মাঠে থাকা আম্পায়ার ওভারের ছয় বল গুণতে ভুল করলে এবং সেই ওভারের শেষেই তৃতীয় আম্পায়ার তা শুধরে না দিলে, পরে তা শুধরোনোর কোনও উপায়ই নেই। ক্রিকেটের আইন অন্তত সে রকমই বলছে। লাসিথ মালিঙ্গার করা ৩০ তম ওভার পাঁচ বলে শেষ হওয়ার পিছনে মাঠের আম্পায়ার নাইজেল লংয়ের ভুল তো আছেই। কিন্তু প্রশ্ন হল, কেন সে ভুল শুধরে দেননি তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড? আইসিসি-র এলিট প্যানেলে দীর্ঘদিন থাকা আম্পায়ার শ্রীনিবাস বেঙ্কটরাঘবন মনে করেন, এ ক্ষেত্রে বল গোনায় ভুল হয়েছে তৃতীয় আম্পায়ারেরও।
তবে দুই আম্পায়ার ভুল করলেও এক্ষেত্রে তাঁদের কোনও শাস্তি হওয়ার সম্ভাবনা নেই। বরং বেঙ্কটরাঘবন এটাকে সংম্পূর্ণ ‘হিউম্যান এরর’ হিসেবেই ধরছেন।
মঙ্গলবার রাতে মুম্বইয়ে ফোনে ধরা হলে ভারতের প্রাক্তন অধিনায়ক বেঙ্কট বললেন, “এটা ভুল। মানুষ মাত্রেই ভুল হয়। আম্পায়ারদেরও ভুল হয়। ওই ওভারেই তৃতীয় আম্পায়ার ভুলটা শুধরে দিলে একমাত্র ছয় বলে ওভার হতে পারত। এ ছাড়া এখানে কিছু করার নেই।” ভারত কি এ ব্যাপারে কোনও প্রতিবাদ করতে পারত? এ বার বেঙ্কট বলছেন, “না। আউটের ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত যেমন চূড়ান্ত, এক্ষেত্রেও তাই। হিউম্যান এরর হিসেবেই ব্যাপারটা দেখা উচিত।”
বেঙ্কট ইঙ্গিত দিচ্ছেন, অনেক ক্ষেত্রেই আম্পায়াররা বল গোনার ক্ষেত্রে সাধারণত ছ’টি ছোট ছোট ঘুঁটি বা নুড়ি-র সাহায্য নেন। দীর্ঘ একশো ওভারের ম্যাচে কখনও কখনও ঘুঁটি গুনতে ভুল হয়ে যেতেও পারে। সেক্ষেত্রে তৃতীয় আম্পায়ার মাঠে থাকা আম্পায়ারকে ওয়াকিটকি মারফত সতর্ক করবেন, এটাই রীতি। এক্ষেত্রে ইংল্যান্ডের নাইজেল লং যতটা দোষী, একই ভাবে দোষী তৃতীয় আম্পায়ার অক্সেনফোর্ডও। ৫১ বছর বয়সি অক্সেনফোর্ড এর আগে ৭ টি টেস্ট আর ৩১টি এক দিনের ম্যাচ খেলিয়েছেন। সরকারি স্কোরার যিনি ছিলেন, তিনিও দায় এড়াতে পারেন না। ম্যাচ শেষে পাঁচ বলের ওভার নিয়ে জলঘোলা হলেও ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ব্যাপারটা হাল্কা করে দিয়েছেন। ম্যান অব দ্য ম্যাচ ধোনি বলেছেন, “এ সব ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের ভুলটা ধরা উচিত। উনি কেন ধরেননি বলতে পারছি না। তবে এখন আমাদের আর প্রতিবাদ করে কোনও লাভ নেই। মেনে নিতে হবে।” এক বল খেললেই যে ভারত জিতে যেত ক্রিকেটে এমন বলা যায় না। |