জেল থেকে বেরিয়ে বন্দিরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তার জন্য লেখাপড়ার ব্যবস্থা হয়েছে অনেক আগেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে এ বার বন্দিদের জন্য কম্পিউটার প্রশিক্ষণেরও ব্যবস্থা হচ্ছে। মঙ্গলবার আলিপুর সেন্ট্রাল জেলে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সেখানে বন্দিদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ধাপে ১৮ জন বন্দিকে প্রশিক্ষণ দেওয়া যাবে বলে আলিপুর জেলের তরফে জানানো হয়েছে। অনুষ্ঠানে ছিলেন আইজি (কারা) রণবীর কুমারও। |
আলিপুর সেন্ট্রাল জেলে চালু হওয়া প্রশিক্ষণ কেন্দ্রে বন্দিদের কম্পিউটার
শেখাচ্ছেন আনন্দময় সর্দার (ডান দিকে)। ছবি: দেশকল্যাণ চৌধুরী |
প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-পদে নিয়োগ করা হয়েছে আনন্দময় সর্দার নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক বন্দিকে। কুলতলির বাসিন্দা আনন্দ পাঁচ বছরের বেশি সময় ধরে জেলে আছেন। জেলে বসেই তিনি ইতিহাস নিয়ে পড়ে স্নাতক হন। তিনি বলেন, “জেলে এ বার ছাত্র পড়াব।”
কারামন্ত্রী জানান, এর আগে বন্দিদের নিয়ে একটি নাটকের দল তৈরি করা হয়েছে। সেই দলটি কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় ‘বাল্মীকি প্রতিভা’ নাটকটি অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে। তিনি বলেন, “বন্দিরা সংশোধনাগার থেকে বেরিয়ে যাতে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারেন, সেই জন্য লেখাপড়া ছাড়াও সংস্কৃতি চর্চা-সহ নানা প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে সরকার।” |