রং বদল নিয়ে মন্ত্রীর সুর বদল। এক বার নয়। বারবার। এবং মঙ্গলবার এ-পর্যন্ত শেষ দফা সুর বদলের পরে খোদ পরিবহণমন্ত্রী মদন মিত্রই স্বীকার করে নিয়েছেন, ট্যাক্সির রং পাল্টে যাত্রী প্রত্যাখ্যান ঠেকানো যাবে না।
তা হলে ট্যাক্সির রং বদলানো হচ্ছে কেন?
পরিবহণমন্ত্রীর যুক্তি, “অনেক দিন ট্যাক্সির রং একই রকম আছে। লোকে কি এক রঙের জামা সারা জীবন পরে? নতুন, ঝকঝকে জিনিস দেখতে তো সকলেই পছন্দ করেন। রং বদলালে ক্ষতি কোথায়?”
ট্যাক্সির রং হলুদের বদলে নীল-সাদা করার পিছনে গত রবিবার পরিবহণমন্ত্রী অবশ্য যাত্রী-প্রত্যাখ্যান ঠেকানোর কথাই বলেছিলেন। সে-দিন তিনি বলেছিলেন, “হলুদ ট্যাক্সি যেন রিফিউজালের ব্র্যান্ড (প্রত্যাখ্যানের প্রতীক) হয়ে উঠেছিল! তা ভাঙতেই ট্যাক্সিতে নীল-সাদা রং করা হচ্ছে।”
রং বদলের যুক্তি হিসেবে প্রথমে অবশ্য অন্য এক রকম যুক্তি দেখিয়েছিলেন মদনবাবু। তখন তাঁর বক্তব্য ছিল, হলুদ মানেই সন্ত্রাসের রং। তাঁর সেই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। পরে মদনবাবু দাবি করেন, হলুদ মানেই সন্ত্রাসের রং, এমনটা তিনি বোঝাতে চাননি। তার পরেই তিনি ট্যাক্সির রং বদলের কারণ হিসেবে যাত্রী-প্রত্যাখ্যান মোকাবিলা করার যুক্তি হাজির করেছিলেন।
ট্যাক্সির রং বদল নিয়ে মন্ত্রী তো বারবার সুর বদল এবং দফায় দফায় আলাদা আলাদা যুক্তি হাজির করছেন। কিন্তু এ ব্যাপারে
আইন কী বলছে?
মোটর ভেহিক্লস বিভাগ (পিভিডি)-এর এক কর্তা বলেন, “ট্যাক্সির রং নিয়ে আইনে সে-ভাবে স্পষ্ট করে কিছু লেখা নেই। দেড় দশক আগেও এ শহরে ট্যাক্সির রং ছিল কালো-হলুদ। তখন ট্যাক্সি চলত কলকাতা পুরসভা এলাকায়।” তিনি জানান, ১৯৯৮ সালে ট্যাক্সি চলাচলের পরিধি বেড়ে হয় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ-র অন্তর্গত পুরো অঞ্চল। সেই সময় নয়া পারমিটের ট্যাক্সি চিহ্নিত করতে রং করা হয় হলুদ। আরটিএ বা আঞ্চলিক পরিবহণ বিভাগের বৈঠকে ট্যাক্সির রং বদলানোর সিদ্ধান্ত নেওয়া যায় বলে জানান মোটরযান বিভাগের ওই কর্তা।
পরিবহণ দফতরের এক কর্তা জানান, মুম্বইয়ে ট্যাক্সির রং এখনও মূলত কালো-হলুদ। দিল্লিতে পাঁচ রকমের ট্যাক্সি আছে। তবে সেখানেও অধিকাংশ যাত্রিবাহী ট্যাক্সির রং কালো-হলুদই। চেন্নাইয়ে ট্যাক্সির রং হলুদ। বেঙ্গালুরু, হায়দরাবাদেও তা-ই।
শুধু এ দেশেই নয়, অন্য অনেক দেশেও ট্যাক্সিতে হলুদ রং ব্যবহার করা হয়। নিউ ইয়র্কে ট্যাক্সির রং হলুদ। ইতালিতে সাদা-হলুদ। ওমানে ট্যাক্সির রং হলুদ। বুয়েনেস এয়ারেস-সহ আর্জেন্তিনার বেশির ভাগ শহরে ট্যাক্সির গায়ের রং কালো, ছাদ হলুদ। পরিবহণ দফতরের ওই কর্তা বলেন, “বেশির ভাগ দেশেই ট্যাক্সিতে হলুদ রং ব্যবহার করা হয়। বহু বছর ধরেই এই রং চলে আসছে।” যাত্রীদের দিক থেকে এই রঙের বিশেষ উপযোগিতাও আছে বলে জানান তিনি। কী সেটা? পরিবহণ বিভাগের ওই কর্তা বলেন, “হলুদ রং লাগানোর ফলে ট্যাক্সির দৃশ্যমানতা বাড়ে।” |