রাজ্য সরকার অনুমোদিত পাঠ্যপুস্তক আসানোসোলে রেলের স্কুলগুলিকে দিচ্ছে না শিক্ষা দফতর। ফলে তাঁদের পড়ুয়ারা বিপাকে পড়েছেন বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। বই দেওয়ার আবেদন জানিয়ে জেলা স্কুল পরিদর্শক ও সর্বশিক্ষা অভিযানের জেলা প্রকল্প আধিকারিকের কাছে চিঠি পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
আসানসোল মহকুমায় বেশ কিছু রেলের স্কুল রয়েছে। প্রত্যেকটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত। পর্ষদের পাঠ্যক্রম মেনেই পড়াশোনা হয়। স্কুল সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য সরকার অনুমোদিত পাঁচটি বিষয়ের পাঠ্যপুস্তক বিনামূল্যে স্কুলগুলিকে সরবরাহ করছে শিক্ষা দফতর। কিন্তু এই বইগুলি রেলের স্কুলগুলিকে দেওয়া হচ্ছে না। আসানসোলের পূর্ব রেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ তুষারকান্তি ঘোষ বলেন, “আমরা জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়ে গিয়ে জানতে পেরেছি, বইগুলি আমাদের দেওয়া হবে না। এর ফলে আমাদের পড়ুয়ারা বিপাকে পড়েছে।”
বই না দেওয়ার কারণ কী? স্কুলের অধ্যক্ষ তুষারকান্তি ঘোষ জানান, শিক্ষা দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, রেলের স্কুলগুলিকে রাজ্য সরকার কোনও আর্থিক অনুদান দেয় না। তাই এই বইগুলিও তাঁরা পাবেন না। শিক্ষা দফতর সূত্রে জানা যায়, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, কাজের মাঝে বিজ্ঞান ও পরিবেশ পরিচিতিএই পাঁচটি বিষয়ের বই বিনামূল্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের দেওয়া হচ্ছে। অধ্যক্ষ তুষারকান্তিবাবু জানান, এই বিষয়গুলি পর্ষদ অনুমোদিত। ফলে বই না পেলে ছাত্র-ছাত্রীদের পাঠ সম্পূর্ণ হচ্ছে না। জানা গিয়েছে, প্রায় চারটি স্কুলের দু’হাজার পড়ুয়া বই না পেয়ে সমস্যায় পড়েছেন।
জেলা স্কুল পরিদর্শক আব্দুল হাই বলেন, “সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রেলের স্কুলগুলিকে বিনামূল্যে এই বই দেওয়া হচ্ছে না। তবে স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দফতরে চাহিদা মতো ন্যায্য মূল্য জমা দিয়ে বই পাবেন।” কিন্তু মূল্য দিয়ে বই নিতে নারাজ রেলের স্কুল কর্তৃপক্ষ। তাঁরা বিনামূল্যে বই দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক ও সর্বশিক্ষা অভিযানের জেলা প্রকল্প আধিকারিকের কাছে। |