দলতন্ত্রের অভিযোগ কংগ্রেসের |
সরকারি অনুষ্ঠানে দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী আমন্ত্রণ না পাওয়ায় তৃণমূলের বিরুদ্ধে দলতন্ত্রের অভিযোগ তুলল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার দলের জেলার সাধারণ সম্পাদক পবিত্র চন্দ জানান, কাল, শনিবার রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে এনজেপি-রাধিকাপুর ডিএমইউ ট্রেনের উদ্বোধন করবেন। কংগ্রেস ওই ট্রেন চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। কিন্তু তৃণমূল নেতাদের নির্দেশে উদ্বোধনী অনুষ্ঠানে রেল কর্তৃপক্ষ রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, কালিয়াগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী প্রমথনাথ রায় এবং রায়গঞ্জের সাংসদ দীপা দাশমুন্সিকে আমন্ত্রণ জানাননি। পবিত্রবাবুর অভিযোগ, “তৃণমূল সরকারি অনুষ্ঠানে দলতন্ত্র কায়েম করার চেষ্টা করছে।” উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম ভূষণ পটেল বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরিন্দম সরকার বলেন, “দার্জিলিং জেলায় ট্রেনের উদ্বোধন হবে। সেইকারণেই উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর দিনাজপুরের জন প্রতিনিধিদের রেল আমন্ত্রণ জানায়নি। কংগ্রেস নেতারা কিছু না জেনেই মিথ্যা অভিযোগ করছেন।”
|
ভোট এগোনোর সিদ্ধান্ত হয়নি |
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নির্ধারিত সময়ের আগে এগিয়ে আনার ব্যাপারে রাজ্য সরকার এখনও কোনও পরিকল্পনা নেয়নি বলে দাবি করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার কোচবিহার তিনি রাজ্য সরকারের ওই কথা জানান। একই সঙ্গে দক্ষিনবঙ্গের তিনটি জেলা পরিষদের স্থায়ী কমিটি সংখ্যাগরিষ্ঠতা হারানোয় উন্নয়ন ব্যাহত হচ্ছে বলেও এ দিন অভিযোগ করেছেন সুব্রতবাবু। সুব্রতবাবু বলেন, “পঞ্চায়েত ভোট সময়ের আগে করানোর ব্যাপারে নির্দিষ্ট করে কিছু ভাবিনি। তবে কয়েকটি জেলা পরিষদে স্থায়ী কমিটি সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়ায় সমস্যা হচ্ছে। ঊন্নয়নের টাকা ফেরত যাচ্ছে।” এই প্রসঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের নাম উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এবারের উত্তরবঙ্গ সফরে কোচবিহারে ভাওয়াইয়া অ্যাকাডেমি গড়ার ঘোষণা করতে পারেন বলেও সুব্রতবাবু ইঙ্গিত দিয়েছেন। কোচবিহারে রাজবংশী অ্যাকাডেমি গড়ার কথা আগে ঘোষণা করা হয়েছিল। তার বদলেই নতুন পরিকল্পনা কি না সে ব্যাপারে কিছু জানাননি জেলার তৃণমূল নেতারা। বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।
|
ধারালো অস্ত্র দেখিয়ে লুঠপাট |
ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দেখিয়ে ৩০ হাজার টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ইসলামপুর থানার লোহাপট্টি এলাকায় ঘটনাটি ঘটে। প্রহ্লাদ অগ্রবাল নামে ওই মুদির ব্যবসায়ী নিজের বাইকে চড়ে ৩০ হাজার টাকা নিয়ে ব্যবসার কাজে যাচ্ছিলেন। ইসলামপুর থানার লোহ পট্টি এলাকায় বাইকে চড়ে আসা তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এক জন ধারাল অস্ত্র দেখিয়ে ওই ব্যবসায়ীর বাইকের পেছনে চড়ে। ইসলামপুর থানার তিস্তা সংলগ্ন এলাকায় তাঁকে নিয়ে গিয়ে টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। রাতেই প্রহ্লাদবাবু ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর অগ্রবাল বলেন, “ব্যবসায়ীদের সুরক্ষা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।”
|
দীর্ঘ ১৮ ঘন্টা ধরে শহর জুড়ে যানজট চলায় নাকাল হতে হল শহরের বাসিন্দাদের। বুধবার রাতে ইসলামপুর শহরের পুটিয়া মোড় সংলগ্ন এলাকায় এক ট্রাক আড়াআড়ি ভাবে উল্টে যায়। তার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। শহর জুড়ে ট্রাক ও বাসের লম্বা লাইন পড়ে যায়। আটকে পড়ে বহু দূরপাল্লার বাসও। এর ফলে দুর্ভোগ পোয়াতে হয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদেরও। ইসলামপুর শহরের মহকুমা পুলিশ আধিকারিক নীলকান্ত সুধীর কুমার জানান, ওই এলাকার একটা বড় ট্রাক উল্টে যাওয়ার জন্য এই বিপত্তি হয়েছে। ট্রাকটিকে সরানোর চেষ্টা হয়েছে। খুব তাড়াতাড়ি এলাকার যানজট কাটানোর সম্ভব হবে।
|
পুলিশ ও বিএসএফের পোষাক পরে মূর্তি পাচারের চেষ্টার অভিযোগে এক জওয়ান সহ আন্তজার্তিক মূর্তি পাচার চক্রের ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে গাজল থানার ফুটানিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতদেরথেকে পুলিশ ৪১ ইঞ্চি মাস্কেট, দুটি পাইপগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে একটি ছোট গাড়ি ও ৩টি বাইক। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ধৃতদের মধ্যে তপন রায় নামে একজন বিএসএফ জওয়ান রয়েছেন।” তপনবাবু বিএসএফের ১৮৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান।
|
পরিযায়ীদের সংরক্ষণ নিয়ে একটি সভা করল ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার। বৃহস্পতিবার গজলডোবা ১০ নম্বর উচ্চ ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ওই সভা হয়। |