চলতি আর্থিক বছর (২০১১-’১২)-এর মধ্যে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক-সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে। মহাকরণ সূত্রের খবর, বিদ্যুৎ দফতর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই তথ্য পেশ করেছে। গ্রামীণ বিদ্যুদয়নের কাজ দ্রুত শেষ করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিদ্যুৎকর্তাদের।
গত আর্থিক বছরে বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক-সংখ্যা ছিল প্রায় ৮৫ লক্ষ। শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে আগামী মার্চের মধ্যে কমবেশি ২০ লক্ষ পরিবারকে বিদ্যুৎ পরিষেবার আওতায় আনা সম্ভব হবে বলে ওই সংস্থার কর্তাদের দাবি। তার মধ্যে ১৭ লক্ষ বাড়িতে ইতিমধ্যেই বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত জানান, আগামী আর্থিক বছর অর্থাৎ ২০১২-’১৩ সালে যাতে আরও বেশি পরিবারকে গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের আওতায় আনা যায়, এখন থেকেই তার পরিকল্পনা করা হচ্ছে। তাঁর দাবি, গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুতের খুঁটি পোঁতা থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।
সরকারে এসেই গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের কাজের উপরে বিশেষ জোর দিয়েছিলেন মমতা। নতুন সরকারের শুরুতে বিদ্যুৎ দফতরের দায়িত্বও ছিল তাঁর হাতে। মমতার উদ্যোগেই ৩৭৯ টাকার বিনিময়ে এপিএল তালিকাভুক্ত পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার উপরে বিশেষ জোর দেওয়া হয়। তার আগে এই ধরনের পরিবারে বিদ্যুৎ পেতে খরচ পড়ত কমপক্ষে ৩৫০০ টাকা। এক বিদ্যুৎকর্তা জানান, নতুন ব্যবস্থায় এ বছর ৮-৯ লক্ষ এপিএল পরিবার বিদ্যুৎ-সংযোগ নিয়েছে। |