মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পরে কাজের বিচারে মন্ত্রী, সচিবদের দফতরে একাধিক বার রদবদল হয়েছে। এ বার রদবদলের আঁচ পড়ল মন্ত্রীদের পিএস বা ব্যক্তিগত সচিব হিসেবে কর্মরত ডব্লিউবিসিএস অফিসার স্তরেও।
বৃহস্পতিবার এক নির্দেশ জারি করে আচমকা বদলি করে দেওয়া হয়েছে পরিবহণ ও ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মদন মিত্রের পিএস অভিজিৎ মুখোপাধ্যায়কে। এই বদলির কারণ সম্পর্কে কোনও সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি। মদনবাবু শুধু বলেন, তাঁর ব্যক্তিগত সচিবকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এটা ‘রুটিনমাফিক বদলি’। কিন্তু ডব্লিউবিসিএস সমিতির আসন্ন নির্বাচনে একটি শিবিরের তরফে সাধারণ সম্পাদকের পদে দাঁড়ানো অভিজিৎবাবুর আকস্মিক বদলিতে ব্যাপক জল্পনা চলছে আমলা-মহলে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্রীড়ামন্ত্রীর পিএস ছিলেন অভিজিৎবাবু। মদনবাবু সম্প্রতি পরিবহণমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পরে তিনি একাধারে সেই দফতরেও মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছিলেন। বাম জমানায় একচ্ছত্র প্রভাব ছিল ডব্লিউবিসিএস (এগ্জিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশনের। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই সমিতির নতুন কর্মসমিতি গঠনের জন্য বহু বছর পরে এ বার ভোটাভুটির দামামা বেজে উঠেছে। এই পরিপ্রেক্ষিতেই অভিজিৎবাবুর হঠাৎ বদলি আমলা-মহলে ভিন্ন মাত্রা পেয়েছে।
বাম জমানায় বছরের পর বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাসোসিয়েশনের কর্মসমিতি দখলে রাখা গোষ্ঠীর কুশীলবদের প্যানেলের বিরুদ্ধে ভোটাভুটির জন্য এ বার পাল্টা ৩৬ জন বিসিএস অফিসারের প্যানেল জমা পড়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি কলকাতায় সংগঠনের কর্মসমিতির নির্বাচন হওয়ার কথা। সেই ভোটাভুটির প্রাক্কালে এখন মহাকরণ থেকে শুরু করে জেলায় জেলায় চলছে জোরদার প্রচার, পাল্টা প্রচার।
পরিবর্তনপন্থী বিসিএস অফিসারদের প্যানেলে প্রার্থীদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, কারামন্ত্রী, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী, ক্রেতা সুরক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিবেরা। আর সাবেকপন্থীদের হয়ে বিদ্যুৎমন্ত্রী, শ্রমমন্ত্রী, দমকলমন্ত্রী, কারিগরি শিক্ষামন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রীর ব্যক্তিগত সচিব বিসিএস অফিসারেরা লড়ছেন। পরিবর্তনপন্থীদের পক্ষে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদে লড়ছেন স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতোর পিএস সৌরভ চাকী। তাঁর বিরুদ্ধেই সাবেক প্রভাবশালী গোষ্ঠীর তরফে সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়েছেন পরিবহণমন্ত্রীর বিদায়ী ব্যক্তিগত সচিব অভিজিৎবাবু। অ্যসোসিয়েশনের কর্মকর্তা নির্বাচনের মুখে তাঁর বদলি নিয়ে তাই বৃহস্পতিবার সারা দিন জল্পনাকল্পনা চলে বিসিএস অফিসার মহলে। |