বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের হাতে সাংবাদিকদের নিগ্রহের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বাঁকুড়া শহরে মৌনী মিছিল করলেন সাংবাদিকরা। সমস্ত মহলের সাংবাদিকরা এই ‘ধিক্কার’ মিছিলে যোগ দেন। মিছিল করে শহর পরিক্রমার পর বাঁকুড়া জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে স্মারকলিপিও দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার মাচানতলা মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে একটি পথসভারও আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্র, তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী, কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অরূপ বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অনাথ মল্ল, বিজেপির জেলা সহ-সভাপতি জীবন চক্রবর্তী, এসইউসির জেলা সম্পাদক জয়দেব পাল, বাঁকুড়া চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা প্রমুখ। তাঁরা সকলকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। |
ঘটনার সূত্রপাত বুধবার বাঁকুড়া মেডিক্যাল কলেজে একটি সদ্যোজাত শিশুকন্যার মৃত্যুকে ঘিরে। মৃত শিশুটির পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছিলেন। ঘটনার খবর পেয়ে কিছু বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিকরা হাসপাতালে গিয়ে উপস্থিত হন। অভিযোগ, সাংবাদিকদের দেখে প্রায় ৫০ জন জুনিয়র ডাক্তার তাঁদের উপর চড়াও হন। এক মহিলা সংবাদিককেও নিগ্রহ করা হয় বলে তাঁরা অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “সাংবাদিকদের মারধর করার ঘটনা নিন্দাজনক। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।” এ দিকে বাঁকুড়া পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ঘটনায় দু’পক্ষই পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে।” |