ধোঁয়াশা কাটিয়ে বাংলার নেতৃত্বে সেই সৌরভ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে (রঞ্জি একদিনের টুর্নামেন্ট) বাংলার নেতৃত্ব দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই। দিনভর অনুরোধ-উপরোধ শেষে সৌরভকে রাজি করিয়ে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল সিএবি।
এ দিন বিজয় হাজারে ট্রফির দল নির্বাচনী বৈঠক ছিল। কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছিল নেতৃত্ব নিয়ে। মনোজ তিওয়ারিকে পাওয়া যাচ্ছে না টুর্নামেন্টে। এই অবস্থায় সিএবি ঠিক করে রেখেছিল, সৌরভের হাতেই অধিনায়কত্ব তুলে দেওয়া হবে। কিন্তু মাঝে পুণে ওয়ারিয়র্সের আইপিএলে খেলা নিয়ে আচমকা জট তৈরি হওয়ায় পরিস্থিতি পাল্টে যায়। শোনা যাচ্ছিল, বাংলার হয়ে নামতে রাজি থাকলেও অধিনায়কত্বে ইচ্ছ্ক নন সৌরভ। হাতে বিকল্প বলতে ছিলেন শুধু ঋদ্ধিমান সাহা। কিন্তু সিএবি কর্তাদের মনে হয়েছে, সৌরভ হলে অধিনায়কত্ব ঘিরে বিতর্ক কম হবে। যদিও সরকারি ভাবে সিএবি-র যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বললেন, “ঋদ্ধি অধিনায়কত্ব করতে চাইছে না। খেলায় মন দিতে চাইছে।”
এর পরই সৌরভকে পালা করে বোঝানোর চেষ্টা শুরু হয়ে যায়। সিএবি কর্তারা, নির্বাকদের কেউ কেউও কথা বলেন সৌরভের সঙ্গে। সচিব বলছিলেন, “সৌরভকে আমি অনুরোধ করেছিলাম, এই মরসুমের দায়িত্বটা নিতে। ও রাজি হয়েছে।” ২২ জনের দলে বিশেষ চমক নেই। নামীদের মধ্যে বাদ পড়েছেন বলতে অভিষেক ঝুনঝুনওয়ালা। অভিজ্ঞ পেসার রণদেব বসুকেও দলে রাখা হয়নি। যদিও রণ গত বারও একদিনের টিমে ছিলেন না।
এ দিকে, স্থানীয় লিগে তপন মেমোরিয়ালের (২৪৬) বিরুদ্ধে বিশাল জয় পেল মোহনবাগান (৬১১-৯)। জিতল ৩৬৫ রানে। ইস্টবেঙ্গল (৩৮৫) ৬৮ রানে হারাল টাউনকে (৩১৭)। |