জিতে উঠেও তোপের মুখে ধোনির রোটেশন-নীতি |
চলতি সফরে গত কাল প্রথম বড় জয় তুলে নেওয়ার পরও মহেন্দ্র সিংহ ধোনি খুব একটা নিশ্চিন্ত থাকতে পারছেন না। কারণ, তাঁর রোটেশন-নীতি প্রাক্তনদের তোপের মুখে পড়েছে।
সুনীল গাওস্কর থেকে ওয়াসিম আক্রম সবাই একহাত নিয়েছেন ধোনির এই নীতিকে। আর এখন একটা ম্যাচ শেষ হওয়ার পর দলের মধ্যেই প্রশ্ন উঠে যাচ্ছে, এ বার কাকে বসতে হবে?
গত কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জিতলেও বিরাট কোহলি ছাড়া মিডল অর্ডার ব্যথর্। ত্রিদেশীয় সিরিজে প্রথম দুটো ম্যাচে রান না পাওয়ার পর এখন থমথমে মুখে ঘুরে বেড়াচ্ছেন রোহিত শর্মা। একে তো রান পাননি, তার উপর রোহিত আরও চাপে পড়ে গিয়েছেন অধিনায়ক ধোনির একটা মন্তব্যে। ধোনি এর আগে বলেছিলেন, রোহিতকে প্রথম একাদশে সুযোগ করে দেওয়ার জন্য সচিন-সহবাগ-গম্ভীরের এক জনকে বসতে হচ্ছে। এ দিকে, তেন্ডুলকরকে ‘বিশ্রাম’ দেওয়ার আগেই সুনীল গাওস্কর বলে রেখেছেন, প্রতি ম্যাচে তিনি সচিনকে দেখতে চান। একই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ধোনির রোটেশন নীতি তাঁর না পসন্দ। ওয়াসিম আক্রম এক ধাপ এগিয়ে বলেছেন, “এটা তো নিজেদের ধ্বংস করার জন্য উপযুক্ত ফর্মুলা। বিশেষ করে যে দলটার আত্মবিশ্বাস খুবই কম।” ভারতের আর এক প্রাক্তন ওপেনার চেতন চৌহানের বক্তব্য হল: “এ রকম টুর্নামেন্টে এ রকম নীতির কোনও মানে হয় না। বিশেষ করে সচিন-সহবাগ-গম্ভীরকে বিশ্রাম দেওয়ার কোনও জায়গা নেই। ওদের ব্যাটিং অর্ডারে এক-দুই-তিন নম্বরে খেলিয়েই তো আমরা বিশ্বকাপ জিতেছি।”
এ দিকে, আজ অস্ট্রেলিয়া নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে অস্ট্রেলিয়া হয়তো ডেভিড ওয়ার্নার বা ডেভিড হাসির মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে নবাগত পিটার ফরেস্টকে খেলাতে পারে। |