কপিলকেই ‘গ্রেটেস্ট’ বলছেন সানি |
একই মঞ্চে সর্বকালের দুই অন্যতম সেরা সুনীল গাওস্কর ও কপিল দেব! সাধারণত যা হয় না, সেই দৃশ্যই দেখা গেল আইসিসি-র ‘হল অব ফেম’-এ অভিষিক্ত হওয়ার অনুষ্ঠানে।
সরকারি ভাবে আজই আইসিসি-র হল অব ফেম-এ অভিষিক্ত হলেন সুনীল গাওস্কর। এ জন্য সাম্মানিক টুপিও পেলেন প্রাক্তন টিমমেট কপিল দেবের কাছ থেকে। যা নিয়ে উচ্ছ্বসিত গাওস্কর বলেছেন, “কপিলকেই আমি ভারতের গ্রেটেস্ট ক্রিকেটার মনে করি এবং ওর কাছ থেকে এই টুপি পাওয়াটা বড় প্রাপ্তি। বড় সম্মান। ভারতীয় দলে এক সঙ্গে খেলার সময় কপিল আর আমি দুর্দান্ত সময় কাটিয়েছি।” সঙ্গে যোগ করেছেন, “বিশ্বকাপজয়ী দলে থাকাটা সব সময় আমার স্মৃতিতে থাকবে। লর্ডসের ব্যালকনিতে কপিল কাপ তুলে ধরছে, কোনওদিন ভোলা যাবে না। কাজেই ওর কাছ থেকে এই টুপি পাওয়াটা আরও মূল্যবান।” |
একই ভাবে গাওস্করকে সম্মানিত করতে পেরে আপ্লুত কপিলও। বলেছেন, “সুনীলের সঙ্গে একই দলে থাকাটা সব সময় গর্বের। আমাদের সময়ে তো ভাবতামই, এখনও ভাবি সুনীলই সর্বকালের সেরা ওপেনিং ব্যাট। আমার প্রজন্মে ও-ই গ্রেটেস্ট এবং আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে ও-ই সেরা। আমি যেসব ক্যাপ্টেন পেয়েছি, তাদের মধ্যেও ও-ই সেরা।” কপিল জানাচ্ছেন, প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার মানসিকতাটা ভারতীয় ক্রিকেটে গাওস্করেরই আমদানি। “সেই সময়ে আমাদের টিম ভাল ফল করত না। আজকের মতো বেশ কিছু গ্রেট ক্রিকেটার ছিল না। সেই পরিস্থিতিতে আমাদের কাছে সুনীল ছিল দৃষ্টান্তের মতো। ওর প্রভাব ছিল মারাত্মক, ও আমাদের শিখিয়েছিল কী ভাবে ক্রিকেট মাঠে লড়াই করতে হয়।
আইসিসি চিফ এক্সিকিউটিভ হারুন লগ্যার্ট ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক আমির সোহেল, রামিজ রাজা ও ওয়াকার ইউনিস। |