ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের ইতিহাস আর বলিউড মিলেমিশে জমকালো উদ্বোধনের দিনই স্পট ফিক্সিং বিতর্কে জড়িয়ে পড়ল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
আই পি এলের ধাঁচে তৈরি বাংলাদেশের হাই প্রোফাইল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে আজ জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মর্তুজা। বি পি এলের ছয় দলের অন্যতম, বাংলাদেশ গ্ল্যাডিয়েটর্স-এর নেতা মাশরাফি বলেছেন, “এক জন ক্রিকেটারের কাছ থেকেই এই প্রস্তাব এসেছে। সমস্ত ঘটনা আমার ফ্র্যাঞ্চাইজি এবং টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি। যা ব্যবস্থা নেওয়ার ওঁরাই নেবেন।” গ্ল্যাডিয়েটর্স দলের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন খানও ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “গোটা বিষয়টা আমরা বি পি এল কর্তৃপক্ষকে জানিয়েছি।”
বৃহস্পতিবার ঢাকার কাগজগুলো মাশরাফির অভিযোগের কথা ছাপার পর থেকে তোলপাড় পড়ে গিয়েছে। মাশরাফিকে উদ্ধৃত করে কাগজে লেখা হয়েছে যে, তিনি কোন ম্যাচ খেলবেন, কোন ম্যাচে কখন রোদ-চশমা পরবেন, কখন টুপি পরবেন, সব তথ্য চাওয়া হয়েছে। বদলে স্পট ফিক্সিং থেকে রোজগারের পুরো টাকার ১৫-২০ শতাংশ তিনি পাবেন বলে টোপ দেওয়া হয়। এর পরেই উদ্বোধনী অনুষ্ঠানে বিপাশা বসু, মালাইকা অরোরা খানের নাচ আর শান, বাপি লাহিড়ীর গান নিয়ে চর্চা পিছনের সারিতে চলে গিয়ে স্পট ফিক্সিং চলে আসে সমস্ত আলোচনায়।
এ দিকে ক্রিস গেইল, কায়রন পোলার্ড, হার্শেল গিবস, সনৎ জয়সূর্য, মুথাইয়া মুরলীধরনের মতো আন্তর্জাতিক তারকাদের নিয়ে আয়োজিত সাড়ে তিনশো কোটি টাকার টুর্নামেন্টে প্রথম বল পড়ার আগেই স্পট ফিক্সিংয়ের কালো ছায়া পড়ায় প্রবল অস্বস্তিতে বি পি এল পরিচালন পরিষদ। বি পি এল সচিব সিরাজুদ্দিন মহম্মদ আলমগির বলেছেন, “মাশরাফি আগেই সংবাদমাধ্যমের কাছে কেন গেল বুঝছি না। আমারা তো বিষয়টা কাগজ থেকে জেনেছি। তবে টুর্নামেন্টের জন্য ঢাকা পৌঁছে গিয়েছেন আই সি সি-র দুর্নীতি দমন শাখার অফিসারেরা। তাঁদের সব জানানো হবে। আমরা মাশরাফির বিবৃতিও নেব।” বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এবং গ্ল্যাডিয়েটর্স দলের উপদেষ্টা হাবিবুল বাশার আবার দাবি করেছেন, বিষয়টি তিনি বি পি এল পরিচালন পরিষদের চেয়ারম্যান গাজি আশরাফ হোসেনকে গত মঙ্গলবারেই জানিয়েছিলেন।
সব মিলিয়ে একুশ দিন ব্যাপী ছ’দলের টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে আসছে একেবারে অ-ক্রিকেটীয় কারণে। ঢাকা ছাড়া টুর্নামেন্টের বাকি পাঁচটা দল- বরিশাল বার্নার্স, চট্টগ্রাম কিংস, দুরন্ত রাজশাহী, খুলনা রয়্যাল বেঙ্গল এবং সিলেট রয়্যালস। ঢাকা আর চট্টগ্রামে রাউন্ড রবিন পদ্ধতিতে ৩৩ ম্যাচ হওয়ার পরে পয়েন্টের বিচারে সেরা চার টিম সেমিফাইনাল খেলবে। ২৯ তারিখ ফাইনাল হবে ঢাকায়। আই পি এলের মতোই সেরা বোলার পাবেন বেগুনি টুপি, সেরা ব্যাটসম্যান কমলা টুপি। |