|
|
|
|
মুখে মদের গন্ধ ধরল যন্ত্র, পাইলট সাসপেন্ড ৫ বছর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মদ্যপ বিমানযাত্রী ধরা পড়েন হামেশাই। এ বার বিমানে ওঠার আগে মুখে মদের গন্ধ নিয়ে ধরা পড়ে গেলেন এক পাইলট। যাত্রিবাহী বিমানের ওই প্রধান পাইলটকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লি থেকে ফোনে এ কথা জানান ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর ডিরেক্টর ই কে ভরত ভূষণ।
এটাই অবশ্য প্রথম নয়। ডিজিসিএ সূত্রের খবর, জেট-লাইটের ওই পাইলট এর আগেও এক বার মদ খেয়ে ধরা পড়েছিলেন। তখন নিয়ম অনুযায়ী তাঁকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। আবার একই অভিযোগে ধরা পড়লেন তিনি। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে ধরা পড়েন ওই পাইলট। তাঁর নাম প্রকাশ করতে চাননি ডিজিসিএ-র ডিরেক্টর।
ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী বিমানে ওঠার ১২ ঘণ্টা আগে থেকে পাইলট বা বিমানকর্মীরা মদ্যপান করতে পারবেন না। সেই কারণে ছুটি কাটিয়ে এসে বিমানে ওঠার আগে পাইলট, তাঁর সহকারী এবং বিমানকর্মীদের পরীক্ষা করা হয়। যে-যন্ত্রের সাহায্যে এই পরীক্ষা করা হয়, তার নাম ‘অ্যালকো-সেন্সর’। কেউ ১২ ঘণ্টার মধ্যে মদ্য খেয়ে থাকলে তাঁর মুখের সামনে ওই যন্ত্র ধরলেই তা ধরা পড়ে যায়।
এক সময় আচমকা হানা দিয়ে এই পরীক্ষা চালানো হত। এখন প্রায় সব উড়ানে ওঠার আগেই পাইলট ও বিমানকর্মীদের শ্বাসপ্রশ্বাস যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়।
ভরত ভূষণ এ দিন বলেন, “এখন যে-যন্ত্র দিয়ে ওই পরীক্ষা চালানো হচ্ছে, সেই ‘অ্যালকো-সেন্সর থ্রি’-র রিপোর্ট নিয়ে আমরা সন্তুষ্ট নই। তাই প্রতিটি বিমান সংস্থাকে আরও আধুনিক ‘অ্যালকো-সেন্সর ফোর’ ব্যবহার করতে বলা হয়েছে।” কলকাতায় এক বিমান সংস্থার কর্তা জানান, তাঁরা ইতিমধ্যেই ওই আধুনিক যন্ত্র ব্যবহার শুরু করে দিয়েছেন। |
|
|
|
|
|