দাঙ্গা-রিপোর্টে ‘ছাড়’, মোদী বন্দনায় নিতিনরা
দাঙ্গা মোকাবিলায় নিষ্ক্রিয়তা নিয়ে গুজরাত হাইকোর্ট নরেন্দ্র মোদীকে ভর্ৎসনা করেছে কালই। তার পরেই ওই দাঙ্গার একটি তদন্তে নরেন্দ্র মোদীর ‘ক্লিনচিট’ পাওয়ার ‘ইঙ্গিত’ পেয়েই আশাবাদী বিজেপি শিবির। এতটাই যে মোদীর প্রশংসায় নেমে পড়লেন নিতিন গডকড়ী থেকে অরুণ জেটলিরা।
আমদাবাদে গুলবার্গ সোসাইটির হত্যাকাণ্ড নিয়ে বুধবার আদালতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানা না গেলেও সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়, মোদীর বিরুদ্ধে মামলা চালানোর মতো সাক্ষ্যপ্রমাণ সিট পায়নি। তার পরেই আজ আসরে নামেন বিজেপির প্রথম সারির নেতারা। যদিও কাল হাইকোর্টের রায়ের পরে বড় নেতারা প্রতিক্রিয়া জানাতে সামনে আসেননি। আর এ দিন নিতিন গডকড়ী একটি টিভি চ্যানেলকে ফের বলেন, ২০১৪ সালের ভোটে বিজেপির প্রধানমন্ত্রী-প্রার্থীদের অন্যতম মোদী। শুধু তাই নয়, মোদীর উদ্দেশে সন্ধির বার্তাও তিনি পাঠান। উত্তরপ্রদেশে সঞ্জয় জোশীকে সংগঠনের দায়িত্বে আনায় গডকড়ীর উপর গোঁসা করে এখনও প্রচারে বেরোননি মোদী। এ দিন গডকড়ী বলেন, “নরেন্দ্র মোদীকে প্রচারে আমন্ত্রণ জানাতে আমি প্রতিনিধি পাঠিয়েছি।” কংগ্রেসকে আক্রমণ করে তাঁর বক্তব্য, “মোদীকে নানা অছিলায় আক্রমণ করার অভ্যাস হয়ে গিয়েছে কংগ্রেসের। সিবিআইকেও তারা নানা ভাবে অপব্যবহার করে। এ বার সেই প্রচার বন্ধ করুক কংগ্রেস।” জেটলির বক্তব্য, “এই নিয়ে তিন বার একই ঘটনার তদন্ত হয়েছে। কোনও বারই দাঙ্গায় মোদীর ভূমিকা নিয়ে কিছু পাওয়া যায়নি। আমার মনে হয়, এ বার এই পর্বে ইতি টানা দরকার।” আর মোদী নিজে ট্যুইটারে লিখেছেন, “নিজের উপর বিশ্বাস রাখে, এমন মুষ্টিমেয় ব্যক্তিই ইতিহাস গড়ে।” তবে কংগ্রেস সিট-এর রিপোর্ট প্রকাশ্যে না আসা পর্যন্ত কোনও ভাবে মোদীকে ছাড় দিতে রাজি নয়। দলের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “প্রথমে এই রিপোর্ট প্রকাশ্যে আসুক। তারপর আদালত সিদ্ধান্ত নেবে।”
গোধরা-পরবর্তী দাঙ্গার সময়ে আমদাবাদের গুলবার্গ সোসাইটিতে হামলা চালিয়েছিল জনতা। ওই ঘটনায় নিহত হন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। পরে মোদীর বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি চেয়ে আদালতে যান তাঁর স্ত্রী জাকিয়া। সেপ্টেম্বর মাসে মোদীর ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার নিম্ন আদালতের উপরে ছেড়ে দেয় সুপ্রিম কোর্ট। কাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এস ভোরার আদালতে রিপোর্ট দিয়েছে সিট। তদন্ত রিপোর্টে মোদীকে ছাড় দেওয়ার রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে আজ আদালতে আবেদন করেন সমাজসেবী তিস্তা শেতলওয়াড় ও আইনজীবী মুকুল সিংহ। ওই তদন্ত-রিপোর্ট চেয়েছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয়নি সিট। তিস্তাদের আবেদনের ভিত্তিতে সিটকে নোটিস পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট ভোরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.