টুকরো খবর |
ঋণ দেওয়া নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ভূমিকা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোট ব্লকে বৈঠক করলেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। ব্লকের কর্তারা ছাড়াও ওই বৈঠকে ছিলেন নাবার্ডের প্রতিনিধি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মঙ্গলকোট শাখার প্রতিনিধিরা। এ দিন জেলার প্রতিটি ব্লকেই এ ধরনের বৈঠক হবে, তা ঠিক হয়েছিল ৩১ জানুয়ারি জেলা পর্যায়ের এক বৈঠকে। জেলাশাসক জানিয়েছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পে (শস্য ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, বিএসকেপি) ঋণ দেওয়ার ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কের শাখাগুলিকে ‘টার্গেট’ দেওয়া থাকে। সেই ক্ষেত্রে কোনও ঘাটতি আছে কি না এবং থাকলে তা সমাধানের রাস্তা বের করার চেষ্টা হয় এই বৈঠকে। তিনি বলেন, “ঋণগ্রহীতাদের আবেদন খতিয়ে দেখে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন নিষ্পত্তি করতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।” কিন্তু এ দিনের বৈঠকে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও একটি গ্রামীণ ব্যাঙ্কের প্রতিনিধিরা হাজির ছিলেন না। তাঁদের কাছে বৈঠকে উপস্থিত না থাকার কারণ ব্যাখ্যা করতে চিঠি দেবেন জেলাশাসক। |
স্ত্রীকে খুনের অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাবর আলি। বাড়ি মেমারি থানার বিটরা গ্রামে।
তিনি বুধবার গভীর রাতে তাঁর স্ত্রী আঙ্গুরা বিবিকে (৪৫) খুন করেছেন বলে মেমারি থানায় অভিযোগ দায়ের করেছিলেন দম্পতির মেজো ছেলে সাইদুল সেখ। এর পরেই পুলিশ বাবর আলিকে গ্রেফতার করে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়ম মহম্মদ হোসেন মির্জা বলেন, “দম্পতির মেজো ছেলে গভীর রাতে বাড়ি ফিরে দেখেন মা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। বাবা বাড়িতে নেই। তিনি গ্রামের লোকজনকে ডাকেন। পুলিশেও খবর দেন।” মেমারি থানা সূত্রে বলা হয়েছে, গ্রামে গিয়ে পুলিশ জানতে পারে, সংসারিক আশান্তির জেরে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন বাবর। বুধবার রাতেও অশান্তির জেরেই তিনি স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠিয়েছে। |
পোস্ত গাছ নষ্টে ফের অভিযান
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
|
পূর্বস্থলীতে তোলা নিজস্ব চিত্র। |
অভিযান চালিয়ে ফের পোস্ত গাছ নষ্ট করল পুলিশ। পূর্বস্থলী ২ ব্লকে বুধবারও পুলিশ অভিযান চালায়। এসডিপিও (কালনা)-র নেতৃত্বে পূর্বস্থলী থানার বিশাল এক পুলিশ বাহিনী প্রথমে বাবুইডাঙা গ্রামে অভিযানে নেমে প্রায় পাঁচ বিঘা জমির পোস্ত গাছ নষ্ট করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, মাস দেড়েক আগে ওই পোস্তগাছের চাষ করা হয়েছিল। বর্তমানে সবে মাত্র ফুল এসেছিল গাছে। প্রথম দিন পুলিশি তদন্তে উঠে এসেছে, বাবুইডাঙা গ্রামে ওই জমিগুলিতে চাষের সঙ্গে যুক্ত চার চাষি। প্রথম দিনের অভিযানে সাফল্য মেলায় বৃহস্পতিবার ফের অভিযানে নামে পুলিশ। এ দিন বাবুইডাঙা এবং মেড়তলা গ্রামে আরও দুই চাষির দু’বিঘা জমিতে পোস্ত গাছ নষ্ট করা হয়। পর পর দু’দিন যে ছ’জন চাষির নাম উঠে এসেছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসডিপিও ইন্দ্রজিৎ সরকার বলেন, “অভিযান চালানোর পাশাপাশি পোস্ত চাষ বন্ধের জন্য সচেতনতা শিবির করার কথা ভাবা হচ্ছে।” |
বরের গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বরের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। কালনা শহরের এস টি কে কে রোড লাগোয়া বড়মিত্র পাড়ায় দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রতন দাস (৫৬)। রাতে একটি ৫০০ টাকার নোট নিয়ে ভাঙানোর জন্য বাড়ি থেকে বের হন তিনি। টাকা ভাঙানোও হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে ওই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস দেড়েক আগেই মারা যান রতনবাবুর একমাত্র ছেলে শিশির দাস। ছেলের দুই শিশু সন্তানকে মানুষ করার দায়িত্ব ছিল তাঁর উপরেই। আচমকা তাঁর মৃত্যুতে বিপর্যয়ের সামনে গোটা পরিবার। ঘটনার পরে বরকে ফেলে পালিয়ে যান চালক। পুলিশ গাড়িটি আটক করে। |
ভাগচাষির অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে কালনার কৃষ্ণদেবপুর এলাকার এক ভাগচাষির। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম শ্যামল সরেন (২৪)। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ এলাকার নিচু মাঠে সেচের কাজ করতে যান তিনি। পরে মাঠেই তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। |
ক্লাবে আগুন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভাতছালার আমরা সবাই ক্লাবে বুধবার রাতে আগুন লেগে সমস্ত সরঞ্জাম পুড়ে যায়। ক্লাবের কর্তারা বর্ধমান থানায় অভিযোগ করেন, তাঁরা যাতে খোলাধুলো না করতে পারেন, সে জন্যই কেউ আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। |
জলাশয়ে দেহ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রায়ান গ্রামের শ্মশানের কাছে একটি জলাশয়ে থেকে একটি পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিচয় জানা যায়নি। বর্ধমান থানা সূত্রে বলা হয়েছে, পুলিশ একটি খুনের মামলা দায়েরও করেছে। |
|