টুকরো খবর
গ্যাস ‘লিক’, আগুনে আতঙ্ক
আগুন নিভে গিয়েছে গত কাল রাতেই। এখনও আতঙ্ক কাটেনি। লাউদোহা (ফরিদপুর) থানার লবণাপাড়া গ্রামে বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ সিএনজি গ্যাস সরবরাহকারী পাইপ ‘লিক’ করে আগুন ধরে যায়। আগুন ও গ্যাসের গন্ধে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। গ্রামবাসী মহম্মদ জসীম মল্লিক, আতিউর রহমানরা বলেন, “একটি বিকট শব্দ শুনে আমরা বেরিয়ে আসি। দেখি আগুনের শিখা উঠছে। ভয় পেয়ে অনেকেই এলাকা ছেড়ে পালান।” বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন। তাঁদের অভিযোগ, গ্যাস সরবরাহকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের কর্মীরাও আগুন দেখে চম্পট দেন। তাতেই গ্রামে আতঙ্ক ছড়ায়। যদিও গ্যাস সরবরাহকারী সংস্থার আধিকারিক দেবজিৎ করের দাবি, “খবর পেয়েই আগুন আয়ত্তে আনার জন্য উদ্যোগ হয়। আচমকা এমন ঘটনা ঘটায় হয়তো কর্মীরা বিহ্বল হয়ে পড়েছিলেন।” তিনি বলেন, “ওই গ্যাস যে বিপজ্জনক নয় সে ব্যাপারে আমরা গ্রামবাসীদের আশ্বস্ত করেছি।”

মিছিলে পড়ুয়া, তদন্ত কমিটি
স্কুল পড়ুয়াদের মিছিলে নিয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর। এই বিষয়ে কোনও ভাবে স্কুলের গাফিলতি ধরা পড়লে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে পৃথক একটি তদন্ত কমিটি গড়েছেন স্কুল কর্তৃপক্ষও। সিপিএম নেতা সুশান্ত ঘোষের জামিনের বিরোধিতা করে বুধবার রানিগঞ্জ এলাকায় একটি মিছিল করে টিএমসিপি। অভিযোগ, এই মিছিলে নিয়ে যাওয়া হয়েছে জেকে নগর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েক জন পড়ুয়াকে। জেলা স্কুল পরিদর্শক আব্দুল হাই বলেন, “অন্যায় হয়েছে। আমি শুনেই তদন্তকারী দল গড়েছি। দলটি স্কুলে যাবে। আমরা কিছু তথ্যও সংগ্রহ করেছি। স্কুল কর্তৃপক্ষ বা অন্য কেউ এই কাজে জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেব।” পৃথক তদন্ত শুরু করেছেন স্কুল কর্তৃপক্ষও। প্রধান শিক্ষক আশিসবাবু বলেন, “কয়েক জন শিক্ষককে নিয়ে তদন্ত শুরু করেছি। যারা মিছিলে গিয়েছিল, তাদের চিহ্নিত করছি। কী ভাবে ও কেন এ সব ঘটেছে তা খুঁজে বের করে ব্যবস্থা নেব।”

শিক্ষকের বিরুদ্ধে স্মারকলিপি রানিগঞ্জে
রানিগঞ্জের সিহারসোল রাজ হাইস্কুলের শিক্ষক তথা সিপিএম নেতা কল্লোল ঘোষের বিরুদ্ধে বর্ধমানের জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মরকলিপি দিল তৃণমূলের আসানসোল মহকুমা শিক্ষা সেল। সংগঠনের পক্ষে স্নেহাশিস ভট্টাচার্য জানান, কল্লোলবাবু শনিবার নিজের ক্লাস না করে ১২-১৪ জন ছাত্রকে নিয়ে কালনা বিজ্ঞানমঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন। প্রধান শিক্ষকের কাছে তাঁর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ করে উপযুক্ত তদন্তের আবেদন জানানো হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক তা করেননি। বৃহস্পতিবার সেই আবেদনের প্রতিলিপি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে দেওয়া হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক আব্দুল হাই জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

চাকরির দাবি
চাকরির দাবিতে কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি কারখানার গেটে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করেন বাসিন্দারা। কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয় আধিকারিকদের। তাঁরা জোর করে ঢুকতে গেলে তাঁদের উপর বিক্ষোভকারীরা চড়াও হয় বলে অভিযোগ। অল্পবিস্তর জখম হন কারখানার চার আধিকারিক। বিক্ষোভকারীদের দাবি, কারখানা গড়তে তাঁরা জমি দেন। কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁদের চাকরি হবে। কিন্তু তা হয়নি। সামান্য যে কয়েক জনের চাকরি হয়েছিল তাঁদেরও ছাঁটাই করে দেওয়া হয়েছে। প্রতিবাদে এ দিন তাঁরা বিক্ষোভ দেখান।

সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ
সিপিএমের কর্মীরা বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করলেন এক আইএনটিটিইউসি নেতা। সংগঠনের হরিপুর কোলিয়ারির সভাপতি স্বপন মণ্ডল পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি খোট্টাডিহিতে দলীয় কার্যালয়ে ছিলেন। সেই সময় কয়েক জন সিপিএম কর্মী-সমর্থক ছোড়ে তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। এ দিকে সিপিএমের প্রাক্তন বিধায়ক মদন বাউরির অভিযোগ, “দিন কয়েক আগে স্বপনবাবু আমাদের এক কর্মীকে মারধর করেছিলেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এখন বাসিন্দাদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য স্বপনবাবু এই মিথ্যা অভিযোগ দায়ের করছেন।”

সঠিক বেতনের দাবিতে বিক্ষোভ
আট ঘণ্টা চাকরি, সঠিক বেতন ও দুই বহিষ্কৃত কর্মীকে ফিরিয়ে নেওয়ার দাবিতে জামুড়িয়ার চাকদোলা মোড়ে বৃহস্পতিবার একটি সিমেন্ট কারখানায় বিক্ষোভ দেখাল তৃণমূল। তাদের অভিযোগ, ওই কারখানায় ১২ ঘণ্টা কাজ করানো হচ্ছে। সরকার নির্ধারিত নূন্যতম মজুরি মিলছে না। বিনা কারণে দিন কয়েক আগে দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে। কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাকা ছিনতাই
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। নন্ডী গ্রামের বাসিন্দা ভুদেব মুখোপাধ্যায় জামুড়িয়া থানায় লিখিত অভিযোগে জানান, তিনি ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকা তুলে ব্যাগের মধ্যে রাখেন। পরক্ষণেই এক ব্যক্তি তাঁকে ধাক্কা মেরে ব্যাগ থেকে টাকা নিয়ে পালায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

রানিগঞ্জে বইমেলা
আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে ২৩তম রানিগঞ্জ বইমেলা। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা কমিটির পৃষ্ঠপোষক তথা বিধায়ক সোহরাব আলি জানান, মোট ৬০টি স্টল গড়া হয়েছে। স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.