খেলার টুকরো খবর

পিএলএস-এ সুযোগ পাবে জেলার ছেলেরা
‘প্রিমিয়ার লিগ সকার’-এর দুর্গাপুর দলে খেলার সুযোগ পেতে পারেন বর্ধমানের প্রতিশ্রুতিমান ফুটবলারেরা। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-এর ভারপ্রাপ্ত আধিকারিক অনন্তকুমার ঘোষ। তিনি জানান, আইএফএ ও একটি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলা এই লিগে মোট ছ’টি দল যোগ দেবে। তাদের মধ্যে অন্যতম দুর্গাপুর। অন্যগুলি হল হলদিয়া, বারাসত, কলকাতা, হাওড়া ও শিলিগুড়ি। প্রত্যেক দলে ফুটবলাররের সংখ্যা হবে ৩০। তার মধ্যে ১৮ জনই বহিরাগত। অন্যেরা স্থানীয় ফুটবলার। সেই ১২ জন স্থানীয় ফুটবলার মধ্যে আবার ৬ জন অনূর্ধ্ব ১৯ খেলোয়াড় থাকবেন। বর্ধমানের সাই কেন্দ্রে এই জেলা ছাড়াও বাঁকুড়া ও বীরভূমের ছেলেদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়। তাই ওই প্রতিযোগিতায় দুর্গাপুর দলের তরফে সাই কেন্দ্রকে অনূর্ধ্ব ১৯ ফুটবলার বাছতে বলা হয়েছে। প্রত্যেক প্রতিশ্রতিবান ফুটবলারকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে। অন্য দিকে, সাই প্রশিক্ষণ কেন্দ্রে এ বার ১৪-১৫ ফেব্রুয়ারি ১৪ থেকে ১৭ বছরের ছেলেমেয়েদের অ্যাথলেটিক্স, বাস্কেটবল ও ফুটবল প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত চলবে এই বাছাই শিবির।

হারল তরুণ স্পোর্টিং
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে বাম অ্যাপেলো ক্লাব ৪ উইকেটে হারালো তরুণ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে তরুণ স্পোর্টিং করে ৩২.৩ ওভারে ১৭১ রান। শেখ আরিফ ৩৮ ও সৌরেন কুশারী ২৯ রান করেন। বাম অ্যাপেলোর রাজা বাল্মীকি ৩২ রানে ৫ উইকেট নেন। জবাবে বাম অ্যাপেলো ৩০ ওভারে ৬ উইকেটে করে ১৭২ রান।

খেতাব কল্যাণের
অন্ডালের উখড়া ক্রিকেট মাঠে আয়োজিত প্রতিযোগিতায় খেতাব জিতেছে কল্যাণ স্মৃতি সঙ্ঘ। তারা ফাইনালে ঝাড়খণ্ডের এনএসসি মুগমা ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে। প্রথমে মুগমা করে ৩০ ওভারে ১২৭ রান। কল্যাণের সফল বোলার উজ্জ্বল দাস ২৯ রানে দু’চি ও শেখ আলি ২৬ রানে দু’টি উইকেট দখল করেন। কল্যাণ ১৯ ওভারে করে ১১৮-১। শুভম চট্টোপাধ্যায় ৭৯ রান করেন।

আন্তঃরেল লিগ
৬৮ তম আন্তঃরেল লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার চিত্তরঞ্জন ওভাল মাঠের প্রথম খেলায় জয়ী হল আরসিএফ। তারা আইসিএফ-কে ২-১ গোলে হারায়। এই মাঠে দ্বিতীয় খেলায় পশ্চিম রেল ৩-১ গোলে মেট্রো রেলকে হারায়।

হারল মোগমা
ইউজিসিসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বর্ধমানের কল্যাণ স্মৃতি সমিতি ৮ উইকেটে হারায় ঝাড়খণ্ডের মোগমা ক্লাবকে। উখড়া মাঠের খেলায় প্রথমে ব্যাট করে মোগমা সব উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে কল্যাণ স্মৃতি ২ উইকেটে জয়ের রান তুলে নেয়।

ডবল উইকেট ক্রিকেট
অশোক সঙ্ঘ আয়োজিত ডবল উইকেট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার। আয়োজক সংস্থার পক্ষে মলয় রায় জানান, তাঁদের ক্রিকেট অ্যাকাডেমির ষষ্ঠ বর্ষের এই প্রতিযোগিতায় ৬৪টি দল যোগ দিচ্ছে। প্রতিযোগিতা শেষ হবে রবিবার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.