টুকরো খবর
পুনর্বাসন চাইছেন ব্যবসায়ীরা
উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানাল হলদিবাড়ি ব্যবসায়ী সমিতি। সোমবার ব্যবসায়ীদের এক প্রতিনিধি দল হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এই দাবি জানান। হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন ঘোষ জানান, রাস্তায় জায়গা দখল করে থাকায় ওই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের সরে যেতে হয়েছে। তবে তাঁদের রোজগারে পরিবার চলে। তিনি বলেন, “উচ্ছেদ হওয়ায় রোজগার বন্ধ হয়ে ওই ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। মানবিকতার সঙ্গে বিষয়টি দেখতে পুরসভার চেয়ারম্যানের কাছে ওই ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছি।” হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ জানান, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করে দেখা হবে। তিনি বলেন, “সবজি এবং ফল ব্যাবসায়ীদের সব্জি বাজারে পুনর্বাসন দেওয়া হবে। রাস্তার জায়গায় থাকা অন্যান্য ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্যও জায়গা দেখা হচ্ছে। ব্যাবসায়ী সমিতির সদস্যদেরও জায়গা দেখতে বলা হয়েছে। তাদের প্রস্তাবও বিবেচনা করা হবে।” ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, রাস্তার জায়গা দখল করে থকায় ৩১জন ব্যবসায়ীকে উঠিয়ে দেওয়া হয়েছে। হলদিবাড়ির রেল গেট এলাকা থেকে পুরসভার মার্কেট কমপ্লেক্স পর্যন্ত ওই ব্যবসায়ীরা রাস্তা ধারে বসে কারবার করতেন। গত সপ্তাহ থেকে পুরসভার পক্ষ থেকে বেআইনি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়া হয়েছে।

পরিকাঠামো গঠনের দাবি
ছবি: অমিত মোহান্ত।
প্রাথমিক শিক্ষায় সুষ্ঠু পরিকাঠামো গড়ে তোলা সহ এক গুচ্ছ দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার বালুরঘাটে শিক্ষক সমাবেশ ও গণ ডেপুটেশন কর্মসূচি নেয় সমিতি। এদিন জমায়েত করে জেলার বিভিন্ন সার্কল থেকে আসা শিক্ষকেরা শহর পরিক্রমা করে প্রাথমিক স্কুল সংসদ ভবনে জমায়েত হন। সমিতির সভাপতি অজয় সাহা অভিযোগ করেন, এক শিক্ষক এবং দুই শিক্ষক দিয়ে জেলায় পঞ্চাশের উপর স্কুল চলছে। সেখানে শিক্ষক দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের তৎপরতা নেই। তৃণমূল বিধায়ক প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান বাচ্চু হাঁসদাকে স্মারকলিপি দেয় সমিতি। সমিতির জেলা সম্পাদক অমরেন্দ্র নাথ তোকদার বলেন, প্রথম শ্রেণি থেকেই পাশ ফেল চালু করতে হবে। পড়ানো ছাড়া প্রাথমিক শিক্ষকদের অন্য কাজে নিয়োগ চলবে না। দু’বছর প্রধান শিক্ষকদের পদোন্নতি হয়নি। ব্লক ভিত্তিক শিক্ষক বদলি করতে হবে।

ঠিকাকর্মীদের মঞ্চে রাহুল
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ঠিকাদার নিযুক্ত কর্মীদের আন্দোলনে সামিল হতে ধর্ণা মঞ্চে গেলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দলীয় জনসভায় যোগ দিতে যান। সেখানে পৌঁছে তিনি যান এনবিএসটিসির বালুরঘাট ডিপোর সামনে। এ দিন আন্দোলনকারীদের ধর্ণা ৬ দিনে পড়ল। ‘জীবন’ বাঁচাও’ কমিটি গড়ে লাগাতার আন্দোলনরত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বলেন, “দীর্ঘ ২৫ বছর ধরে আমরা কাজ করছি। রাতারাতি ছাঁটাইয়ের নোটিশ ধরিয়েছেন কর্তৃপক্ষ। এই বয়সে কোথায় যাব? ছাঁটাই হওয়া মহিলা কর্মিরা দুর্দশার কথা বলে কেঁদে ফেলেন। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “বিষয়টি নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলব।” প্রসঙ্গত, সম্প্রতি সংস্থাকে বাঁচাতে ঠিকাদার নিযুক্ত কর্মী সঙ্কোচনের নির্দেশ জারি হয়। তার পরেই আন্দোলনে নামেন কর্মীরা।

হচ্ছে নতুন সাবস্টেশন
কোচবিহার-আলিপুরদুয়ার সীমান্ত এলাকায় বিদ্যুতের নয়া সাব স্টেশন গড়তে উদ্যোগী হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। প্রকল্প গড়তে প্রায় ২০০ একর জমির প্রয়োজন। আজ, মঙ্গলবার কোচবিহার ও জলপাইগুড়ির জেলা প্রশাসনের কর্তাদের কাছে ওই জমির ব্যবস্থা নিয়ে আলোচনায় বসছেন পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার সার্কিট হাউসে ওই বৈঠক হবে। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধি, জলপাইগুড়ির জেলাশাসক স্মারকি মহাপাত্র-সহ দুই জেলা প্রশাসনের আধিকারিকরা থাকবেন। সাব স্টেশন গড়ার জন্য তিন ফসলি জমি অধিগ্রহণ করার অভিযোগে এলাকার কৃষকরা আন্দোলনে নেমেছেন। কী ভাবে জমির ব্যবস্থা হবে সে ব্যাপারে আলোচনা করতেই এই বৈঠক বলে প্রশাসন সূত্রে খবর।

বালুরঘাটে কংগ্রেস নেতাকে বহিষ্কার
দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সহ সভাপতি শুভাশিস পাল ওরফে সোনাকে। দুর্নীতি ও দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে গত সপ্তাহে তাঁকে শোকজ করা হলেও তিনি জবাব দেননি বলে অভিযোগ। রবিবার জেলা কংগ্রেসের সভায় এই সিদ্ধান্ত হয়। রাতে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় সিদ্ধান্তে অনুমোদন দেন। শুভাশিসবাবু বলেন, “আমার তো কংগ্রেসের প্রাথমিক সদস্য পদই নেই। বহিষ্কারের গল্প আসছে কোথা থেকে?” তাঁর অভিযোগ, “বর্তমান জেলা কংগ্রেস সভাপতির খামখেয়ালিপনার প্রতিবাদ করায় ভুয়ো অভিযোগ তোলা হয়েছে।”

পুলিশকে তোপ মন্ত্রীর
এসএফআইয়ের উপরে হামলায় অভিযুক্ত টিএমসিপি সমর্থকদের তল্লাশিতে গিয়ে বিতর্কে জড়াল পুলিশ। ব্লক তৃণমূল সভাপতি ধীরাজ মোহন চক্রবর্তীর অভিযোগ, এক অভিযুক্তকে না-পেয়ে পুলিশ বাড়ির মহিলাদের গালাগাল করে ফসল তছনছ করে ও তার বাড়ি থেকে একটি ছোট ট্রাক তুলে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী সাবিত্রী মিত্রের অভিযোগ, “হবিবপুরের সিপিএম বিধায়ক খগেন মুর্মুর নির্দেশে বামনগোলা থানার পুলিশ আমাদের ছাত্র সংগঠনের ছেলেদের বাড়িতে হামলা চালিয়েছে। পুলিশ টিএমসিপি’র ছেলেদের হয়রানি করছে।” পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “আইন মেনেই তল্লাশি হয়। গালাগাল কিংবা ট্রাক তুলে আনার ঘটনা ঘটেনি। কেউ অভিযোগ জানায়নি।” খগেনবাবুর কটাক্ষ, “আমার কথায় পুলিশ চললে পুলিশ মন্ত্রীর কী দরকার? অভিযুক্তদের না পেয়ে তাদের গাড়ি থানায় তুলে আনলে পুলিশ ঠিকই করেছে।” শনিবার পাকুয়াহাট কলেজে সংগঠনের ডাকা কনভেনশনে যোগ দিতে যাওয়ার পথে একদল যুবক এসএফআইয়ের গাড়িতে হামলা চালায়। এসএফআইয়ের ৪ মহিলা কর্মীসহ ১২ জন জখম হন। হামলায় অভিযুক্ত পাকুয়াহাট কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বিশ্বজিত মাহাতোকে ধরতে এদিন দুপুরে বামনগোলা থানার পুলিশ প্রথমে বুড়িডাঙ্গা গ্রামে হানা দিয়েছিল। তাকে না পেয়ে অন্য অভিযুক্ত তৃতীয় বর্ষের ছাত্র তরুণ মাহাতোকে ধরতে পুলিশ ধর্মডাঙ্গা গ্রামে যায়।

শিলান্যাস
সংখ্যালঘুদের একটি ছাত্রাবাস ও একটি জুনিয়র গার্লস হাই স্কুলের শিলান্যাস হল সোমবার বিকেলে। উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের রসাখোয়া এলাকায় শিলান্যাস করেন জেলা পরিষদ সভাধিপতি মোক্তার আলি সর্দার এবং রাজ্যের উন্নয়ন ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রমথনাথ রায়। ছিলেন করণদিঘির বিধায়ক গোকুল রায়, জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া প্রমুখ। কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের ১ কোটি টাকা বরাদ্দে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের জন্য ওই হস্টেলটি গড়ে তোলা হবে। পাশাপাশি, রাজ্য সরকারের প্রায় ১১ লক্ষ টাকা বরাদ্দে জুনিয়র গার্লস হাই স্কুলটি তৈরি করা হবে।

বাইক ছিনতাই
বাড়ি ফেরার পথে এক ওষুধ ব্যবসায়ীকে মারধর করে বাইক ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে ইসলামপুর থানার ধনতলার মালকাডাঙা এলাকায় ঘটনাটি ঘটে। ব্যবসায়ী কাছ থেকে আড়াই হাজার টাকা এবং মোবাইল ফোনও তারা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। রাতে নাসিম আহমেদ নামে ওই ওষুধ ব্যবসায়ী বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ধনতলা বাজারের উপর তাঁর ওষুধের দোকান। ইসলামপুর থানার মালকাডাঙা এলাকায় বাড়ি থেকে কিছু দূরে তিস্তা ক্যানেলের ধারে চার জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। লাঠি দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা বাইক নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতার
ধারালো অস্ত্র-সহ ৩ দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ডালখোলা এলাকা থেকে পুলিশ তাদের ধরে। চার জনের এক দুষ্কৃতী দল ডাকাতির উদ্দেশ্যে ডালখোলার পূর্ণিয়া মোড় সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল।

আন্দোলন
পিএফে জমানো টাকা থেকে ঋণ দেওয়া নিয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগে আন্দোলনে সিপিআই প্রভাবিত বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। কোচবিহার জেলা প্রাথমিক সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার অবশ্য বলেন, “কাগজপত্র ঠিক থাকলে কারও ঋণ নিয়ে সমস্যা হচ্ছে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.