ভাড়া নিয়ে যাত্রী-রিকশা চালকদের গোলমাল এড়াতে সংশোধিত নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল রায়গঞ্জ পুরসভা। চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত কাউন্সিলর ও পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সম্প্রতি ওই তালিকা প্রকাশ করেন। শহরের ৮টি জায়গায় সংশোধিত ভাড়া তালিকা লাগানোর কাজ শুরু হয়েছে। ওই তালিকা বই আকারে পুর এলাকার প্রায় সাড়ে তিন হাজার রিকশা চালকদের মধ্যে বিলির কাজ শুরু হয়েছে। ভাইস চেয়ারম্যান রণজকুমার দাস বলেন, “ভাড়া নিয়ে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় যাত্রীদের সঙ্গে চালকদের গোলমাল হচ্ছে। চালকদের একাংশের বিরুদ্ধে বেশি ভাড়া দাবি করার অভিযোগও রয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, তালিকায় পুরসভার তরফে রিকশা চালকদের উপরে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভাইস চেয়ারম্যান জানান, রিকশায় মৃতদেহ বহন করা যাবে না। মদ্যপকে একা রিকশায় তোলা যাবে না। রিকশা চালকদের লাইসেন্স সঙ্গে রাখতে হবে। যাত্রীদের ফিরিয়ে দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী ২০ কেজি ওজনের বেশি নিয়ে রিকশায় উঠলে চালক ৫০ শতাংশ অতিরিক্ত ভাড়া দাবি করবে। আশঙ্কাজনক রোগীকে হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যেতে হলে রিকশা চালক রোগীর বাড়ির লোকজনের কাছ থেকে ২৫ শতাংশ অতিরিক্ত ভাড়া দাবি করতে পারবে। পুরকর্তারা জানান, রিকশা চালকদের লিখিত ভাবে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে। রায়গঞ্জ শহরে লাইসেন্সপ্রাপ্ত রিকশা ৩২৫০টি। তার মধ্যে ২০১১-২০১২ আর্থিক বছরে ১৭০০টি লাইসেন্স নবীকরণের প্রক্রিয়া চলছে। ২০০৮-২০০৯ বছরে শেষবার রিকশা ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। সংশোধিত তালিকায় যাত্রীকে রিকশায় চাপলে ৫ টাকার পরিবর্তে সর্বনিম্ন ৭ টাকা ভাড়া দিতে হবে। প্রতি কিলোমিটারে ৫ টাকা থেকে ভাড়া বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে। এক ঘণ্টার ভাড়া ১৫ থেকে বাড়িয়ে ২৫ টাকা, ৬ ঘণ্টার ভাড়া ৮০ থেকে বাড়িয়ে ১২০ টাকা ও ১২ ঘণ্টার ভাড়া ১৭৫ থেকে ২৮০ টাকা হয়েছে। |