সংস্কৃতি যেখানে যেমন

গোবরাপুরে শেষ হল নাট্য মেলা
রবিবার শেষ হল বনগাঁর গোবরাপুরের সংবিত্তি নাট্য সংস্থার তিনদিনের নাট্য মেলা। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় স্থানীয় গোবরাপুর নবপল্লিতে অস্থায়ী বাদল সরকার মঞ্চে ওই মেলা আয়োজিত হয়। শুক্রবার নাট্য মেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়। নাট্যমেলার মোট ৮টি নাটক মঞ্চস্থ হয়। নাটকগুলি হল, গৌতম দশন্দীর পরিচালনায় গড়জয়পুরের সপ্তর্ষি সংস্থার ‘মাটির জন্য’, নটরাজ দাস এর নির্দেশনায় টাকি কালচারাল ইউনিটের ‘ভাল থাকা’, ভাস্কর সেনগুপ্ত-র পরিচালনায় কৃষ্ণনগরের থিয়াস সংস্থার ‘একটু করো ম্যাকবেথ’। উদ্যোক্তা সংস্থার দুটি নাটক ‘দুই বিঘা জমি’ এবং ‘চম্পক লতা’। নির্দেশনায় সুকান্ত শর্মা এবং অভীক বন্দ্যোপাধ্যায়। মলয় ঘোষের নির্দেশনায় শিলিগুড়ি ঋত্বিকের ‘হঠাৎ একা’। বাউড়িয়ার পিআরটির ‘বৈকুণ্ঠের খাতা’, নির্দেশনায় উৎপল ফৌজদার, এবং আশিস চট্টোপাধ্যায় এর নির্দেশনায় গোবরডাঙার শিল্পায়ন নাট্য সংস্থার নাটক ‘ভূতপুরাণ’। উৎসবে নাটকের গান এবং লোকগান পরিবেশন করেন দীপা ব্রহ্ম। মেলা উপলক্ষে একটি স্মারণিকাও প্রকাশিত হয়। এছাড়া রবীন্দ্রনাথের উপর চিত্রপ্রদশর্নী ছাড়াও অন্যতম আকর্ষণ ছিল ছৌনাচ এবং বহুরূপী।

ন’হাটা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া
উত্তর ২৪ পরগনার গোপালনগরের ন’হাটা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল। প্রতিযোগিতার উদ্বোধন করেন চৌবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জিৎ গোস্বামী। ২৩৫ জন পড়ুয়া যোগ দিয়েছিল। ‘ক’ বিভাগে দ্বাদশ শ্রেণির প্রীতম মণ্ডল ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, লং জাম্প ও শট পাটে প্রথম স্থান অধিকার করে। ‘খ’ বিভাগে নবম শ্রেণির সুমন্ত সর্দার লম জাম্প, হাই জাম্পে প্রথম স্থান পেয়েছে। ‘ঘ’ বিভাগে সপ্তম শ্রেণির সুমিত গোস্বামী ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে। ৮০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে দশম শ্রেণির দীনবন্ধু সরকার। শিক্ষকদের ১০০ মিটার দৌড়ে প্রথম হন অংশুপতি রায়। শিক্ষিকাদের ক্রিকেট বল ছোড়ায় প্রথম হয়েছেন দীপিকা হালদার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পীযূষ কান্তি সেন, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস এবং জেলা পরিষদ সদস্য গৌরাঙ্গ দাস ও সুভাষ রায়।

জয়ী প্রোগ্রেসিভ ল’ইয়ারস ফোরাম
বসিরহাট ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী হল প্রোগ্রেসিভ ল’ইয়ারস ফোরাম। আদালত সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে প্রোগ্রেসিভ ল’ইয়ারস ফোরামকে সমর্থন করেছিল বাম সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘ এবং কংগ্রেস ল’ইয়ারস সেল। অন্যদিকে, প্রার্থী দিয়েছিল তৃণমূল সমর্থিত ন্যাশনালিস্ট ল’ইয়ারস ইউনিট। গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পরে দেখা যায় ১১টি আসনের সবক’টিতেই জয়ী হয়েছেন প্রোগ্রেসিভ ল’ইয়ারস ফোরাম-এর প্রার্থীরা। জয়ী সংগঠনের তরফে ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন মাহবুব রহমান। সম্পাদক হয়েছেন দেবব্রত হালদার। সৌমেন বোস ও বিশ্বজিৎ রায় সহ-সম্পাদক হয়েছেন।

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
রবিবার শেষ হল বনগাঁর হিতৈষা সাংস্কৃতিক সংস্থার তিন দিনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রকলা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল রোড রেস, ভলিবল, সাঁতার সহ ক্রীড়া প্রতিযোগিতা। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল নৃত্য, পোস্টার, ক্যুইজ প্রভৃতি। মূকাভিনয়, ব্যালে নৃত্য, নাটক, নৃত্যনাট্য সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবারও আয়োজন ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.