টুকরো খবর
ট্যাঙ্কারের ধাক্কা সাইকেলে, মৃত্যু দুই বালকের
ছেলে ও ভাগ্নেকে সাইকেলে চাপিয়ে বাড়ি ফিরছিলেন হাওড়া বকুলতলার মহম্মদ ইদ্রিশ। উল্টো দিক থেকে আসা একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারায় মৃত্যু হল ছেলে ও ভাগ্নের। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে ইদ্রিশকে। হাওড়ার ডিসি (ট্রাফিক) অখিলেশ চতুর্বেদী বলেন, “ইদ্রিশের মৃত ছেলের নাম মহম্মদ শামিম (৫) এবং ভাগ্নের নাম মহম্মদ ইব্রাহিম (৬)। সোমবার রাতে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় দানেশ শেখ লেন মোড়ে। ক্ষিপ্ত জনতা বেশ কয়েকটি ট্যাঙ্কার ভাঙচুর করে। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শামিম, ইব্রাহিম ও ইদ্রিশ। শামিম ও ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যায়। ইদ্রিশকে হাসাপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারাই। ঘাতক ট্যাঙ্কারটি পালায়। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে। স্তব্ধ হয়ে যায় আন্দুল রোড। বিশাল পুলিশবাহিনী আসে। তাদের উপরে ইটবৃষ্টি শুরু হয়। বাসিন্দাদের অভিযোগ, কিছু দিন আগে ওই এলাকায় একটি ট্যাঙ্কার এক যুবককে পিষে দেয়। পুলিশ সেই ট্যাঙ্কারটিকেও ধরতে পারেনি। বেপরোয়া ট্যাঙ্কার বারবার দুর্ঘটনা ঘটাচ্ছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।

হুমকি-চিঠি আরামবাগে
উড়ো চিঠি দিয়ে দুই সরকারি আধিকারিককে খুনের হুমকি দেওয়া হল। সোমবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় আরামবাগের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে। রটে যায়, মাওবাদী পোস্টার পড়েছে। পুলিশ এসে ওই হুমকি চিঠি, কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গিয়েছে, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অনির্বাণ চট্টোপাধ্যায় এ দিন সকালে দফতরের তালা খুলিয়ে ভিতরে ঢুকে দেখেন, দু’টি খাম ও কিছু কাগজপত্র পড়ে। তাতে দেখা যায়, নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে এবং দফতরের আরও দুই অফিসারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বেনামে ওই চিঠি প্রসঙ্গে মহকুমাশাসক এবং দফতরের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সংশ্লিষ্ট দফতর থেকে কোনও সুবিধা না পেয়ে কেউ ভীতি প্রদর্শনের জন্য এই কাজ করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।

অবসরপ্রাপ্তদের সভা শ্রীরামপুরে
পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর শাখার ৩৯ তম বার্ষিক সম্মেলন হয়ে গেল শনিবার। শ্রীরামপুর টাউন হলে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমিতির সভাপতি প্রণবকুমার ভট্টাচার্য। পেনশন প্রাপকদের জন্য মেডিক্যাল বিলের অসংগতি, ৭০ বছর বয়সীদের অতিরিক্ত পেনশন স্কিমের আওতায় আনা, বাসের ভাড়া কমানোর দাবি তোলা হয়। এই সমস্ত বিষয়ে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন করেন সমিতির সম্পাদক সুজিত রায়চৌধুরী। দুঃস্থ পড়ুয়াদের পাঠ্যপুস্তক-সহ পড়াশোনার সামগ্রীও দেন উদ্যোক্তারা।

ডানলপে স্কুলের কম্পিউটারে আগুন
রবিবার মাঝরাতে হুগলির সাহাগঞ্জের ডানলপ হিন্দি উচ্চ বিদ্যালয়ের একটি ঘরে কম্পিউটারের যন্ত্রাংশে আগুন লাগে। স্কুলের পাহারাদার রাজা রাম রাত ৩টে নাগাদ প্রধান শিক্ষক রামপুকার সিংহের ঘরে ওই আগুন দেখেন। কিছু নথিপত্রও আগুনে পুড়ে যায়। পাহারাদারই প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। পুলিশও পৌঁছয়। দমকল সূত্রের খবর, কম্পিউটারের কি-বোর্ডে আগুন ধরে। কী ভাবে ওই আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

নাট্য কর্মশালা
আরামবাগ নাট্য অ্যাকাডেমির উদ্যোগে রামমোহন প্রেক্ষাগৃহে তিন দিনের নাট্য প্রশিক্ষণ কর্মশালা শেষ হচ্ছে মঙ্গলবার। ৬০ জন তরুণ-তরুণী এই কর্মশালায় যোগ দেন। প্রশিক্ষণ দেন মিনার্ভা থিয়েটারের জয়তী ঘোষ, নাট্য ব্যক্তিত্ব দেবেশ রায়চৌধুরী। কর্মশালার সহযোগিতায় আছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

চণ্ডীতলায় অনুষ্ঠান
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ-শতবর্ষ পালনের মধ্য দিয়ে সম্প্রতি হরিরামবাটি সেবা সঙ্ঘের পঞ্চদশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। অঙ্কন, আবৃত্তি, ক্যুইজ, প্রবন্ধ প্রতিযোগিতা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.